Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#7709
১.সমাস প্রক্রিয়ায় গঠিত হয়-নতুন শব্দ
২.পরক্ষার নিয়ন্ত্রক শব্দের ব্যাসবাক্য কোনটি?-পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক
৩.সময়সূচি শব্দের ব্যাসবাক্য হলো-সময়বিষয়ক
৪.বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো-সমাস
৫.সমস্যমান পদের শেষ অংশকে কী বলে?-পরপদ
৬.সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?-পরপদ
৭.সমস্ত পদ সাধারণ কয়টি শব্দে লেখা হয়?-এক
৮.উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কোন চিহ্ন বসে?-ইলেক
৯.সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে ?-হাইফেন
১০.সোনা-রুপার দাম বেড়েছে । এই বাক্যে সোনা রুপা কোন সমাসের উদাহরণ ?-দ্বন্দ্ব
১১. ’স্বর্গ ও নরক =স্বর্গ-নরক ‘ এই বাক্যে পরপদ কোনটি?-নরক
১২. ‘হাত -পা’কোন সমাসের সমস্তপদ ?-দ্বন্দ্ব
১৩. উনিশ -বিশ কোন সমাসের সম্স্তপদ?-দ্বন্দ্ব
১৪.কোনটি দ্বন্দ্ব সমাস ?-মাতা-পিতা
১৫. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?-অহি-নকুল
১৬.দা-কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ?-বিরোধার্থক দ্বন্দ্ব
১৭.মায়েঝিয়ে কোন সমাস?-অলুক দ্বন্দ্ব
১৮.ঝড়বৃষ্টি শব্দটি ব্যাসবাক্য হলো –ঝড় ও বৃষ্টি
১৯. পোঁটলা ও পুটলি =পোঁটলা -পুঁটলি , কোন সমাসের উদাহরণ ?-দ্বন্দ্ব
২০.তুমি -আমি কোন সমাসের উদাহরণ ?-দ্বন্দ্ব
২১.আসা -যাওয়া সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?-দ্বন্দ্ব
২২.ধীরেসুস্থে শব্দটির ব্যাসবাক্য কোনটি?-ধীরে ও সুস্থে
২৩.নিচের কোন শব্দটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?-হাতে-কলমে
২৪.চলনে-বলনে কোন সমাসের সমস্তপদ?-অলুক দ্বন্দ্ব
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    450 Views
    by sajib
    0 Replies 
    277 Views
    by kajol
    0 Replies 
    211 Views
    by tasnima
    0 Replies 
    873 Views
    by rajib
    0 Replies 
    227 Views
    by shohag

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]