Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7692
১.গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে কোন দেশ-দক্ষিণ আফ্রিকা।
২.দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজীন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন?-ফিলিপাইন।
৩. ১৫ জানুয়ারি ২০২৪ কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?-নাউরু।
৪. ১ জানুয়ারি ২০২৪ জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়?-৭.৬।
৫. জাতিসংঘের MONUSCO মিশনটি কোন দেশে কাজ করে?-ডি আর কঙ্গো।
৬. ২০২৪ সালের বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে?-ওয়ায়েল হাল্লাক , মোহাম্মদ সাম্মাক , জেরি মেন্ডেল ও হাওয়ার্ড ইউয়ান হাও চ্যাং।
৭. বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়?-ক্যামেরুন।
৮. তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌছেন?-আলপার গেজারভচি।
৯. চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি?-জাপান।
১০. স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন কোন দেশের চন্দ্রযান ?-জাপান।
১১. তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট কে?-লাই চিং তে।
১২. ডেনমার্কের বর্তমান রাজা কে?-দশম ফ্রেডেরিক।
১৩. ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?-গ্যাব্রিয়েল আতাল।
১৪. World Economic Forum এর ৫৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?-১৫-১৯ জানুয়ারি ২০২৪।
১৫. ৬০তম মিউনিথ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?- ১৬-১৮ ফেব্রুয়ারি ২০২৪।
১৬. ১৯ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?-১৫-২০ জানুয়ারি ।
১৭. OPEC এর বর্তমান সদস্য কয়টি দেশ?-১২ টি।
১৮. ১জানুয়ারি ২০২৪ কোন দেশ OPEC ত্যাগ করে?-অ্যাঙ্গোলা।
১৯. তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?-যুক্তরাষ্ট্র।
২০. CFP র ২০২৩ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি ?-যুক্তরাষ্ট্র।
২১. CFP র ২০২৩ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?-ভুটান।
২২. CFP র ২০২৩ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?-৩৭ তম।
২৩. ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বৈশিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি?- যুক্তরাষ্ট্র।
২৪. হেনলি পাসপোর্ট সূচক :Q1 2024 অনুসারে , বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে?- ৪২টি।
২৫. অক্সফামের প্রতিবেদন অনুযায়ী , বিশ্বের শীর্ষ ধনী কে? -ইলন মাস্ক।
২৬. World Economic Forum এর ৫৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?- দাভোস, সুইজারল্যান্ড।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]