Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7654
১. NATO এর সদর দপ্তর কোথায়?-বেলজিয়াম।
২. প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?-Agaricus
৩. দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?- পানামা খাল।
৪. নবায়ণযোগ্য জ্বালানী কোনটি ?-পরমাণু শক্তি ।
৫. আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?-ভ্যাটিকান সিটি।
৬. জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?- তিহান-১।
৭. পৃথিবীর উত্তর গোলার্ধ সবচেয়ে বড়দিন কবে?-২১ শে জুন।
৮. পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?-২২ শে ডিসেম্বর।
৯. সর্বত্র দিন রাত্রি সমান কবে?- ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর ।
১০. হিমাগ্লোবিন কি জাতীয় পদার্থ?-আমিষ ।
১১. সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? -বধু ও শুক্র।
১২. সুপার নোভা আসলে কী?-মৃত তারকা।
১৩. GMT পূর্ণরূপ কি?- Green Mean Time
১৪. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান ?-মহাকাশ গবেষণা।
১৫. কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয়?-জাপান কে।
১৬. কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় ?-ইন্দোনেশিয়া।
১৭. ক্যাম্পনামা কোন দেশের কারাগার ?-ইরাক।
১৮. পানামার বিমান সংস্থার নাম কি?-কোপা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1566 Views
    by sajib
    0 Replies 
    1691 Views
    by rajib
    0 Replies 
    661 Views
    by shohag
    0 Replies 
    1158 Views
    by tamim
    0 Replies 
    972 Views
    by raja

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]

    সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাক-সিলাম ৩১০৫, উপ[…]

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]