Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7650
১. বর্তমান পৃথিবীর একক পরাশক্তি কে ?- মার্কিন যুক্তরাষ্ট্র ।
২. ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল ?- ১৩ টি ।
৩. আমেরিকা স্বাধীনতার ঘোষণ করে ?- ৪ জুলাই ১৭৭৬ ।
৪. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে ?- জর্জ ওয়াশিংটন ।
৫. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি ?- ৪ জুলাই ।
৬. মার্কিন যুক্তরাষ্টের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে ?- ফ্রান্স ।
৭. আমেরিকা অর্থাৎ বর্তমান ইউএসএ ব্রিটেনের একটি কলোনী ছিল । ব্রিটেনের হাত হতে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের জন্য তাদের দীর্ঘদিন যুক্ত করতে হয় । এ যুদ্ধে তাদের প্রত্যক্ষ সাহায্য প্রদান করে ইউরোপে একটি দেশ । সে কোন দেশটি ?- ফ্রান্স ।
৮. আমেরিকার স্বাধীনতার যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি ?- কর্নওয়ালিস ।
৯. যুক্তরাষ্ট্রের আয়তন কত ?- ৩৬২২০০০ বর্গমাইল ।
১০. যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি নিম্নের কোন দেশ উপহার দেয় ?- ফ্রান্স ।
১১. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ?- নিউইয়র্কে ।
১২. যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে ?- ১৭৮৭ সনে ।
১৩. কোন দেশের সংবিধান ছোট ?- যুক্তরাষ্ট্রের ।
১৪. কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকানসমূহ Bill of Rights নামে পরিচিত ?- যুক্তরাষাট্র ।
১৫. মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে ?- ১৩ টি ।
১৬. যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত ?- ৫০ ।
১৭. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ?- ক্যালিফোর্নিয়া ।
১৮. Which is the largest State of USA ?/ যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি ?- Alaska ।
১৯. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল ?- লুইসিয়ানা ।
২০. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বযোগ দেয় ?- হাওয়াই ।
    Similar Topics

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]