- Tue Jan 23, 2024 9:30 am#7646
ভাইবা বোর্ডে সাধারণত তিন -চারজন থাকনে । তাদের মধ্যে জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) ও এক্সটার্নাল থাকেন । ভাইভা সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের ব্যাপ্তি হয়ে থাকে । তবে মাঝেমধ্যে ব্যাক্তিভেদে এর চেয়ে কমবেশিও হয়ে থাকে ।