Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7640
প্রাচীন যুগ -------------------------
১.চর্যা শব্দের অর্থ -আচরণ বা পালনীয় নিয়ম ।
২.আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ রচিত -মাত্রাবৃত্ত ছন্দে।
৩.চাষাবাদ , বৃক্ষরোপন , গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে রচিত - খনার বচন।
৪.চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা রচিত পদসংখ্যা -৮ টি (দ্বিতীয় সর্ব্বোচ্চ)।
৫.চর্যাপদের যে কবির কোনো পদ পাওয়া যায়নি-লাড়ীডোম্বীপা।
৬.চর্যাপদের আধুনিকতম ও নারী কবি হলেন যথাক্রমে – সরহপা ও কুক্কুরিপা ।
৭.মুনিদত্তের ঢীকার তিব্বতি অনুবাদ করেন-কীর্তিচন্দ্র।
মধ্যযুগ –----------------------------
১.বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় -গোবিন্দদাসকে।
২.বিদ্যা ও সুন্দর চরিত্র ২টি মধ্যযুগের যে কাব্য গ্রন্থ্যের -কালিকামঙ্গল।
৩.বাংলা সাহিত্যে চৈতন্য জীবনীগ্রন্থ পরিচিত -কড়চা নামে।
৪.শ্রীচৈতন্যদেবের জীবনী নিয়ে রচিত জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ রচয়িতা -কৃষ্ণদাস কবিরাজ।
৫.রামায়ণের অনুবাদক ও বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি-চন্দ্রাবতী।
৬.বাংলায় অনূদিত প্রথম মহাকাব্যের নাম -রমায়ণ।
৭.আব্দুল হাকিম রচিত অনুদিত গ্রন্থ -নূরনামা।
৮.মলুয়া লোকগীতিকাটি যে অঞ্চলের -ময়মনসিংহ।
৯.আরবি শব্দ শায়ের কথাটির অর্থ -কবি।
১০.আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি-দৌলত কাজী।
১১.লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি -ছড়া।
১২.ড. দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন-চন্দ্রকুমার দে।
১৩.মৈমনসিংহ গীতিকা বিশ্বের যে কয়টি ভাষায় অনুদিত হয়েছে -২৩ টি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2661 Views
    by sajib
    0 Replies 
    1506 Views
    by shanta
    0 Replies 
    12 Views
    by rana
    0 Replies 
    918 Views
    by shanta
    0 Replies 
    2551 Views
    by rajib

    ১.সুষম খাদ্যের উপাদান -৬টি ;যথা –শর্করা , আম[…]

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]