Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#761
০১। সম্প্রতি ১ আগস্ট ২০১৮ তারিখে মাননীয় প্রধনামন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে ‘৭মার্চ ভবন’ উদ্বোধন করেন?
(ক) রোকেয়া হয় ©©©
(খ) সুফিয়া কামাল হল
(গ) বঙ্গবন্ধু হল
(ঘ) শহীদুল্লাহ্ হল
০২। ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে প্রধান বক্তা লাইবেরিয়ার শান্তি কন্যা ‘লেমাহ গবায়ই’ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ২০০১
(খ) ২০০৫
(গ) ২০০৯
(ঘ) ২০১১ ©©©
০৩। সম্প্রতি কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছে?
(ক) কসোভো
(খ) ইসরাইল
(গ) সোয়াজিল্যান্ড ©©©
(ঘ) ট্রুভ্যালো
০৪। সম্প্রতি আইসিসি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে কোন রাষ্ট্র?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) ইসরাইল
(গ) তুরস্ক
(ঘ) ফিলিপাইন ©©©
০৫। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে?
(ক) ঢাকা ©©©
(খ) চট্টগ্রাম
(গ) জাহাঙ্গীরনগর
(ঘ) রাজশাহী
০৬। বিশ্বকাপ ফুটচবলে সর্বাধিক বার জয়লাভ করে কোন রাষ্ট্র?
(ক) ব্রাজিল ©©©
(খ) আর্জেন্টিনা
(গ) জার্মানি
(ঘ) ফ্রান্স
০৭। সম্প্রতি সরকার কর্তৃক ৩৩১ কোটি ৭০ লক্ষ টাকায় ক্রয়কৃত ‘রোজ গার্ডেন’ ঢাকার কোথায় অবস্থিত?
(ক) সদরঘাট
(খ) টিকাটুলি ©©©
(গ) মোগলটুলি
(ঘ) মোহাম্মদপুর
০৮। বর্তমানে বিশ্বে তেল আমদানীতে শীর্ষদেশ চীন, রপ্তানীতে শীর্ষদেশ কোনটি?
(ক) চীন
(খ) সৌদি আরব ©©©
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) ইরান
০৯। কক্সবাজারে অবস্থিত বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কটির দৈর্ঘ্য কত?
(ক) ৮০ কি.মি ©©©
(খ) ৮৫ কি.মি
(গ) ৯৫ কি.মি
(ঘ) ১০২ কি.মি
১০। সম্প্রতি ১৮ আগস্ট ২০১৮ সালে মৃত্যুবরণ করা জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক ছিলেন?
(ক) মিশর
(খ) ঘানা ©©©
(গ) মিয়ানমার
(ঘ) জাপান
১১। সম্প্রতি ১০ আগস্ট মৃত্যুবরণ করা সূর্যপ্রসাদ ভি এস নাইপল কত সালের সাহিত্যে নোবেল পুরস্কার পান?
(ক) ১৯৭১ সালে
(খ) ১৯৯২ সালে
(গ) ২০০১ সালে ©©©
(ঘ) ২০০৩ সালে
১২। যুগান্তর ও সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার এর নিজ জেলার নাম কি?
(ক) বরিশাল ©©©
(খ) কুমিল্লা
(গ) নোয়াখালী
(ঘ) চাঁদপুর
১৩। আরব-ন্যাটো গঠনের ঘোষণা দিয়েছে কোন দেশ?
(ক) সৌদি আরব
(খ) যুক্তরাষ্ট্র ©©©
(গ) তুরস্ক
(ঘ) ইরান
১৪। সম্প্রতি ‘শান্তির স্বপ্ন আইন’ স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?
(ক) বাংলাদেশ - মিয়ানমার
(খ) ফিলিপাইন - মোরো উপজাতি ©©©
(গ) উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া
(ঘ) স্পেন - কাতালোনিয়া
১৫। Friends of Bangladesh পুরস্কার দেয়া হয়েছে কাকে?
(ক) সায়মন ড্রিং
(খ) ওডারল্যান্ড
(গ) ইন্দিরা গান্ধী
(ঘ) ফ্রান্সিস জুলিয়ান ©©©
১৬। ৫৯তম গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জয় করেন কে?
(ক) মুনীর ইসলাম
(খ) সৌমিত্র দাস
(গ) আহমেদ জাওয়াদ ©©©
(ঘ) জয়দীপ সাহা
১৭। থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং পাহাড়টি কোন দেশের সাথে সীমান্ত ঘেষা?
(ক) মায়ানমার ©©©
(খ) চীন
(গ) মালয়েশিয়া
(ঘ) ভারত
১৮। সম্প্রতি ৮ জুলাই ২০১৮ সংসদে পাস হওয়া ১৭তম সংশোধনীতে নারী সংরক্ষিত আসন ৫০টি আরও কত বছরের জন্য সংরক্ষিত রাখার ঘোষণা দেওয়া হয়?
(ক) ১৫ বছর
(খ) ২০ বছর
(গ) ২৫ বছর ©©©
(ঘ) ৩০ বছর
১৯। সম্প্রতি সৌদি আরবের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক জটিল আকার ধারণ করেছে?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) ইসরাইল
(গ) কানাডা ©©©
(ঘ) তুরস্ক
২০। ২০১৮ সালে বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল 
(ক) পরিস্কার পরিচ্ছন্ন সুস্থ জীবন
(খ) প্লাস্টিক দূষণকে পরাজিত করি ©©©
(গ) মাদককে না বলি
(ঘ) উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ
২১। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানী তেল উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেন কে?
(ক) পনির হোসেন
(খ) তৌহিদুল ইসলাম ©©©
(গ) রফিকুল ইসলাম
(ঘ) আব্দুল জব্বার
২২। ঢাকা মেট্রো পলিটন পুলিশের ৫০তম থানা কোনটি?
(ক) হাতিরঝিল ©©©
(খ) মতিঝিল
(গ) ময়মনসিংহ
(ঘ) ময়নামতি
২৩। ২০১৮ সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হবে না?
(ক) সাহিত্য©©©
(খ) শান্তি
(গ) রসায়ন
(ঘ) অর্থনীতি
২৪। বর্তমান বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
(ক) জিম্বাবুয়ে
(খ) জাম্বিয়া
(গ) সোমালিয়া
(ঘ) ভেনিজুয়েলা©©©
২৫। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম কত বছর ক্ষমতায় ছিলেন?
(ক) ২০ বছর
(খ) ২৫ বছর
(গ) ৩০ বছর ©©©
(ঘ) ৩৫ বছর
২৬। পোপ ফান্সিস ঢাকায় সফর করেন 
(ক) ৩০ নভেম্বর, ২০১৭ ©©©
(খ) ৩০ নভেম্বর, ২০১৮
(গ) ৩০ নভেম্বর, ২০১৬
(ঘ) ৩০ নভেম্বর, ২০১৫
২৭। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করেছে?
(ক) ১১০
(খ) ১১৯ ©©©
(গ) ১২০
(ঘ) ১২৯
২৮। ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
(ক) ইমরান : দ্যা মিনিষ্টার
(খ) ফ্রম ক্রিকেট টু পার্লামেন্ট
(গ) ক্রিকেট অব পাকিস্তান
(ঘ) কাপ্তান ©©©
২৯। সম্প্রতি বাংলাদেশ কাদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ জয় করে?
(ক) ইংল্যান্ড
(খ) জিম্বাবুয়ে
(গ) নেদারল্যান্ড
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ©©©
৩০। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন এর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় তাকে কী নামে অভিহিত করা হয়?
(ক) Two leader one world
(খ) Let peace again
(গ) Meeting of the century ©©©
(ঘ) victory
৩১। সম্প্রতি আত্মঘাতি বোমা হামলার জন্য আলোচিত ‘সোইদা শহর’ কোন দেশে অবস্থিত?
(ক) পাকিস্তান
(খ) আফগানিস্তান
(গ) সিরিয়া ©©©
(ঘ) লিবিয়া
৩২। কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কে?
(ক) ফিলিপ
(খ) জুয়ান কার্লোস
(গ) মারিয়ানা রাজয়
(ঘ) কার্লোস পুজদেমন ©©©
৩৩। ‘ভিশন টোয়েন্টি টোয়েন্টি’- ধারণার প্রবক্তা কে?
(ক) মাহাথির মোহাম্মদ©©©
(খ) শি জিন পিং
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) হাসান রুহানি
৩৪। সম্প্রতি ইরান ও ছয় জাতির পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় কোন রাষ্ট্র?
(ক) ইরান
(খ) যুক্তরাষ্ট্র ©©©
(গ) ইসরাইল
(ঘ) তুরস্ক
৩৫। মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে 
(ক) ২০১৮-১৯ সালকে
(খ) ২০১৯-২০ সালকে
(গ) ২০২০-২১ সালকে ©©©
(ঘ) ২০২০-২২ সালকে
৩৬। বাণিজ্য যুদ্ধ চলমান রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
(ক) চীন ও যুক্তরাষ্ট্র ©©©
(খ) যুক্তরাষ্ট্র ও রাশিয়া
(গ) চীন ও পশ্চিমা বিশ্ব
(ঘ) চীন ও ইইউ
৩৭। ২০১৮ সালে ২১ তম রাশিয়া বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় বারের মত চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে-
(ক) ফ্রান্স ©©©
(খ) ক্রোয়েশিয়া
(গ) রাশিয়া
(ঘ) বেলজিয়াম
৩৮। কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে?
(ক) মিগুয়ের দিয়াজ কানেল ©©©
(খ) রাহুল কাস্ট্রো
(গ) টিম ফেইন
(ঘ) জাস্টিন ট্রুডো
৩৯। NATO’ এর ২৯তম সদস্য দেশ কোনটি?
(ক) মন্ট্রিনিগ্রো ©©©
(খ) তুরস্ক
(গ) আলবেনিয়া
(ঘ) বেলজিয়াম
৪০। হুতি বিদ্রোহীরা কোন দেশে আন্দোলনরত?
(ক) ইরাক
(খ) সিরিয়া
(গ) ইয়েমেন ©©©
(ঘ) লিবিয়া
৪১। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনের নাম কি?
(ক) কবিতা খানম ©©©
(খ) নাজমুন আরা সুলতানা
(গ) রাবেয়া খাতুন
(ঘ) শবনম আরা
৪২। ২০১৮ সালের ১৬ জুলাই ট্রাম্প ও পুতিনের প্রথমবারের মত বেঠক কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) স্টকহোম, সুইডেন
(খ) রোম, ইতালি
(গ) হেলসিংকি, ফিনল্যান্ড ©©©
(ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
৪৩। বাংলাদেশের ফোর জি চালু হয় 
(ক) ১৯ ফেব্র“ ২০১৮ ©©©
(খ) ২০ ফেব্র“ ২০১৮
(গ) ১৭ ফেব্র“ ২০১৮
(ঘ) ১৮ ফেব্র“ ২০১৮
৪৪। বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে
(ক) অস্ট্রেলিয়া
(খ) থাইল্যান্ড ©©©
(গ) ভারত
(ঘ) সুইডেন
৪৫। দেশের ১২তম সিটি কর্পোরেশনের নাম 
(ক) গাজীপুর
(খ) ময়মনসিংহ ©©©
(গ) সিলেট
(ঘ) ফরিদপুর
৪৬। ২০২০ সালের গ্রীষ্মকালীন ৩২তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোন দেশে?
(ক) রাশিয়া
(খ) কাতার
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) জাপান ©©©©
৪৭। সম্প্রতি কয়টি জেলার বাংলা নামের সাথে মিল রেখে ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে?
(ক) ৫টি ©©©
(খ) ৬টি
(গ) ৩টি
(ঘ) ৯টি
৪৮। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কোনটি?
(ক)BTRC©©©
(খ) BRTC
(গ) SPARRSO
(ঘ) BAPEX
৪৯। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে কত তারিখে?
(ক) ১২ এপ্রিল
(খ) ১২ মার্চ ©©©
(গ) ১১ ফেব্র“য়ারী
(ঘ) ২১ মার্চ
৫০। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের বাজেটের পরিমাণ 
(ক) ৪,৬৪,৫৭৩ কোটি ©©©
(খ) ৩,৬৪,৫৭৩ কোটি
(গ) ৫,৬৪,৫৭৩ কোটি
(ঘ) ২,৬৪,৫৭৩ কোটি

সংগৃহিতঃ- Mamun
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3250 Views
    by apple
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]