Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#7596
অনলাইন নির্ভরশীলতা যত বাড়ছে, ঝুকিও দিন দিন তত বাড়ছে। তাই নিরাপদ থাকার উপায়গুলো জানা জরুরি। যদি কেউ এই বিষয়ে আলোকপাত করতেন তাহলে খুব ভাল হত।
#7599
kausar wrote: Mon Apr 03, 2023 12:27 pm অনলাইন নির্ভরশীলতা যত বাড়ছে, ঝুকিও দিন দিন তত বাড়ছে। তাই নিরাপদ থাকার উপায়গুলো জানা জরুরি। যদি কেউ এই বিষয়ে আলোকপাত করতেন তাহলে খুব ভাল হত।
  • ব্যক্তিগত ফোন/ল্যাপটপ বা অন্য যেকোন পাবলিক ডিভাইস ব্যবহারের পর যথাযথভাবে লগআউট করা।
    অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে এ্যাড করা যাবে না। অনলাইনে পরিচিত হওয়া কোন ব্যক্তি দেখা করতে চাইলে তা এড়িয়ে চলা।
  • সকল সোশ্যাল মিডিয়া একাউন্টের সিকিউরিটি অপশনে থাকা প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে হবে।একই পাসওয়ার্ড একাধিক সোস্যাল মিডিয়া একাউন্টের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকা।
  • Google Yourself গুগলে নিজের নাম সার্চ দিয়ে দেখতে হবে আপত্তিকরভাবে কোথাও নিজের নাম বা ছবি ব্যবহার করা হয়েছে কি না।
  • কোন একাউন্ট থেকে বিব্রতকর ছবি বা মেসেজ পাঠানো হলে সে একাউন্ট ব্লক করে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুভিুতিতে আঘাত দিয়ে বা অন্যের অধিকারকে ক্ষুন্ন করে কোন মন্তব্য করা যাবে না।
  • সঠিকভাবে যাচাই না করে কোন ধরনের গুজব বা মিথ্যা তথ্য শেয়ার করা যাবে না।
    Similar Topics

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]