- Mon Jan 09, 2023 1:35 pm#7561
ইংরেজী ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে ব্রিটেনে নাকি অন্য কোন দেশে বা কোন ভাষা থেকে এর উৎপত্তি । কার জানা আছে কি?
raihan wrote: ↑Mon Jan 09, 2023 1:35 pm ইংরেজী ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে ব্রিটেনে নাকি অন্য কোন দেশে বা কোন ভাষা থেকে এর উৎপত্তি । কার জানা আছে কি?প্রায় ৫ হাজার বছর আগের ইন্দো-ইউরোপিয়ান ভাষা থেকে সৃষ্ট প্রাচীন জার্মান ভাষা খ্রিষ্টাব্দ গণনা শুরুর সময়ে নানা আঞ্চলিক ভাষায় বিভক্ত হয়। এর পশ্চিম জার্মান ভাষা হতে সৃষ্ট নিম্ন ভার্মান ভাষা থেকেই বিবর্তনের মধ্য দিয়ে ইংরেজী ভাষার জন্ম। এভাবে নিম্ন জার্মান ভাষা থেকে উদ্ভাবিত প্রথম আঞ্চলিক ভাষা হলো প্রাচীন ইংরেজী বা Anglo-Saxon ভাষা, যা ৪৪৯ ব্রিটেনে চালু হয়। উল্লেখ্য, ১৫০০ সালের পর থেকে আধুনিক ইংরেজী ভাষার ব্যবহার শুরু হয়।
bilal wrote: ↑Tue Jan 10, 2023 10:31 amচমৎকার! কেউ কল্পনাও করতে পারবে না জার্মান ভাষা থেকে ইংরেজী ভাষার উৎপত্তি!! অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে ব্যাখ্যা করার জন্য।raihan wrote: ↑Mon Jan 09, 2023 1:35 pm ইংরেজী ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে ব্রিটেনে নাকি অন্য কোন দেশে বা কোন ভাষা থেকে এর উৎপত্তি । কার জানা আছে কি?প্রায় ৫ হাজার বছর আগের ইন্দো-ইউরোপিয়ান ভাষা থেকে সৃষ্ট প্রাচীন জার্মান ভাষা খ্রিষ্টাব্দ গণনা শুরুর সময়ে নানা আঞ্চলিক ভাষায় বিভক্ত হয়। এর পশ্চিম জার্মান ভাষা হতে সৃষ্ট নিম্ন ভার্মান ভাষা থেকেই বিবর্তনের মধ্য দিয়ে ইংরেজী ভাষার জন্ম। এভাবে নিম্ন জার্মান ভাষা থেকে উদ্ভাবিত প্রথম আঞ্চলিক ভাষা হলো প্রাচীন ইংরেজী বা Anglo-Saxon ভাষা, যা ৪৪৯ ব্রিটেনে চালু হয়। উল্লেখ্য, ১৫০০ সালের পর থেকে আধুনিক ইংরেজী ভাষার ব্যবহার শুরু হয়।
Topics | Statistics | Last post |
---|---|---|
1 Replies 1408 Views | by anwar | |
0 Replies 2785 Views | by monideb21 | |
0 Replies 2591 Views | by ahasan01921 |
We have created lots of YouTube videos just so you can achieve [...]
The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]
All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]
this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]