Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7483
যে Point এ অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা পরস্পরকে Cross করবে, সেটিই হচ্ছে Point of Reference।
৫ম ধাপ- সমােন্নতি রেখা (Contour Line) বােঝা : একটি জায়গা কতটুকু | উঁচু অথবা নিচু, সেটি সমােন্নতি রেখা (Contour Line) দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি রেখাই সমুদ্রপৃষ্ঠ থেকে Standard Height প্রকাশ করে।

• যেখানে সমােন্নতি রেখাগুলাের অবস্থান কাছাকাছি, বুঝতে হবে সেখানে
ঢাল অনেক উঁচু অর্থাৎ ভূমি অসমতল।
• যেখানে সমােন্নতি রেখাগুলাের অবস্থান পরস্পর থেকে দূরে দূরে, বুঝতে
হবে সেখানে ঢাল নিচু অর্থাৎ ভূমি অপেক্ষাকৃত সমতল।

৬ষ্ঠ ধাপ- মানচিত্রে ব্যাখামূলক বর্ণনা বােঝা : প্রায় সব মানচিত্রেই কিছু ব্যাখ্যামূলক বর্ণনা (Legend) থাকে, যার মাধ্যমে সেই মানচিত্রগুলাে সম্বন্ধে অনেক কিছু জানা যায়। সাধারণত নিম্নোক্ত Legend গুলাে দেখা যায়ঃ

• বিভিন্ন রঙ এবং Size এর সম্পূর্ণ কিংবা Broken Lines, যেগুলাের
মাধ্যমে রাস্তা, রেলপথ ইত্যাদি বুঝায়।
• বাদামী অথবা সবুজ রঙ দিয়ে পর্বত বুঝানাে হয়।
• নদী, খাল, সমুদ্র ইত্যাদি নীল রঙ দিয়ে বুঝানাে হয়।
• বন, গলফ কোর্ট, উদ্যান ইত্যাদি সবুজ রঙ দিয়ে বুঝানাে হয়।
• ধূসর অথবা কালাে রঙ বিল্ডিং নির্দেশ করে।

৭ম ধাপ- মানচিত্র ব্যবহার করে গন্তব্যে পৌঁছানাে : আপনার কাছে একটি মানচিত্র আছে। এখন আপনি এটি ব্যবহার করার জন্য প্রস্তুত।

ম্যাপের দিকে লক্ষ্য করুন। আপনি কোথায় আছেন, এটি আগে চিহ্নিত করুন। তারপর কোথায় যেতে চান, সেই জায়গা মানচিত্রে চিহ্নিত করুন। তাদের A এবং B দ্বারা চিহ্নিত করুন।

পেন্সিল এবং রুলার ব্যবহার করে A এবং B বরাবর Route Line আঁকুন। যতগুলাে ইচ্ছা। রুট লাইন আঁকার সময় Legends, Land marks, Rivers, Prominent Places ইত্যাদির দিকে খেয়াল রাখুন। যাতে আপনার চিনতে সুবিধা হয়।

মানচিত্রের Index এর দিকে খেয়াল রাখুন। এভাবে প্রাপ্ত Route Line গুলাের মধ্য থেকে সবচেয়ে Shortest Route Line বেঁছে নিন। এটিই হবে আপনার কাঙ্খিত গন্তব্য।।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1431 Views
    by sajib
    0 Replies 
    1595 Views
    by rajib
    0 Replies 
    998 Views
    by kajol
    0 Replies 
    565 Views
    by tasnima
    0 Replies 
    543 Views
    by mousumi

    নাসিম ওসমান মডেল হাই স্কুল এন্ড কলেজ, বন্দর, নারায[…]

    মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী এর […]

    বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কা[…]

    সর্বশেষ সরকারি ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কু[…]