Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7497
প্রশ্নঃ সম্প্রতি বাংলাদেশের সাথে কসােভাের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় কবে?
উঃ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ সালে।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন কে?
উঃ মমিনুল হক।

প্রশ্ন : দেশের প্রথম পতাকা ভাস্কর্য ‘পতাকা-৭১' কোথায় অবস্থিত?
উ : মুন্সিগঞ্জ।

প্রশ্ন : বর্তমানে তুলা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উ : বাংলাদেশ।

প্রশ্নঃ নির্মাণাধীন মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মহেশখালী, কক্সবাজার।

প্রশ্ন : শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উঃ নেত্রকোণা।

প্রশ্ন : তৃতীয় ভৌগলিক নির্দেশক GI পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে কোনটি?
উঃ ক্ষীরসাপাতি আম।

প্রশ্ন : ৮ জানুয়ারি ২০১৮ সালে দেশের ৬৮ বছরের ইতিহাসে সর্বনিম্ন ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কোথায়?
উঃ পঞ্চগড়ের তেতুলিয়ায়।

প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি এবং কোথায় অবস্থিত?
উঃ জ্যাকব টাওয়ার (উচ্চতা ২২৫ ফুট), ভােলার চরফ্যাশনে।

প্রশ্ন : পবিত্র আল কোরআনের আদলে দেশে প্রথম কোরআন ভাস্কর্য তৈরি করা হয় কোথায়?
উ : কসবা, ব্রাহ্মণবাড়িয়া (ভাস্কর কামরুল হাসান শিপন)।

প্রশ্নঃ বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি তৈরি করা হচ্ছে কোথায়?
উঃ কুতুবদিয়া, কক্সবাজার।

প্রশ্ন : ২০১৮ সালের Product of the year ঘােষণা করা হয় কোন পণ্যকে
উ : ঔষধ।

প্রশ্ন : দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভার কবে, কোথায় উদ্বোধন করা হয়?
উ : ৪ জানুয়ারি ২০১৮ সালে ফেনীর মহিপালে (দৈর্ঘ্য ৬৯০ মিটার)।

প্রশ্ন : বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (IGP) নির্বাচিত হন কে?
উঃ মােহাম্মদ জাবেদ পাটোয়ারী। প্রশ্ন : UNESCO কবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে “Memory of the world register” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘােষণা করে?
উ : ৩০ অক্টোবর ২০১৭ সালে।

প্রশ্নঃ ৬ ডিসেম্বর ২০১৭ UNESCO বাংলাদেশের কোন বিষয়টিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়?
উ : শীতল পাটি।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
উ : ৪টি। যথাঃ (১) বাউল সঙ্গীত (২০০৮), (২) জামদানি (২০১৩), (৩) পহেলা বৈশাখের মঙ্গল
শশাভাযাত্রা (৩০ নভেম্বর ২০১৬) ও (৪) শীতল পাটি (৬ ডিসেম্বর ২০১৭)।

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে উপজেলা কতটি?
উ : ৪৯২টি।

প্রশ্ন : বাংলাদেশে সর্বশেষ উপজেলা কোনটি? উঃ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)। প্রশ্ন : জাতীয় জরুরি সেবা নম্বর কত?
উ : ৯৯৯।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    914 Views
    by masum
    0 Replies 
    755 Views
    by tamim
    0 Replies 
    578 Views
    by mousumi
    0 Replies 
    866 Views
    by raja
    0 Replies 
    604 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]