Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#7369
৫১। ম্যানগ্রোভ কি?
- উপকূলীয় বন।
৫২। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
- রাজশাহী
৫৩। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
- চীন
৫৪। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ইংল্যান্ডে
৫৫। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
- সিন্ধু সভ্যতা
৫৬। কনফুসিয়াস কে?
- দার্শনিক
৫৭। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
- মিশর
৫৮। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
- ফারসি
৫৯। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
- ম্যান্ডারিন
৬০। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন
- বৈদ্যুতিক বাল্ব
৬১। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
- ১৭৮৯ সালে
৬২। হাজার হ্রদের দেশ কোনটি?
- ফিনল্যান্ড
৬৩। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?
- জিব্রালটার প্রণালী
৬৪। গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
- যুক্তরাজ্য
৬৫। সুন্দরবনকে ‘World Heritage Site’ হিসেবে ঘোষনা করেছে-
- UNESCO
৬৬। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
- নিউজউইক্
৬৭। ‘Global Terrorism Index’ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
- ইরাক
৬৮। বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
- ৭৬
৬৯। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
৭০। বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- চার্লস উইল্কিন্স
৭২। ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
- নরওয়ে
৭৩। ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
- উইলিয়াম এ এস ওডারল্যান্ড
৭৪। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in order of Fine Arts and Humanities’ লাভ করেন?
- শাহাবুদ্দিন আহমেদ
৭৫। World Trade Organization (WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
- রবার্তো কার্ভালহো আজেভিদো
৭৬। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
- এ.এন. সাহা
৭৭। বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার পেয়েছেন?
- খুরশীদা বেগম।
৭৮। মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়?
- ১ জুলাই ১৯৯১
৭৯। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৮০। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
- জিম ইয়ং কিম
৮১। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে?
- ১৪ মে ১৯৭৩।
৮২। ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৮৩। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর ক্রেডিট রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
- CAMELS
৮৪। “I have not seen the Himalays, I have seen Sheikh Mujib” উক্তিটি কার?
- ফিদেল কাস্ত্রো
৮৫। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
- পঞ্চম
৮৬। বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম
৮৭। বর্তমানে যে যে নোট সরকারী মুদ্রা-
- ১,২ ও ৫ টাকা
৮৮। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
- ১.২%
৮৯। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
- জিনজিরা
৯০। ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে?
- বাংলাদেশ নৌবাহিনী
৯১। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
- মঙ্গল শোভাযাত্রা
৯২। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
- রাজশাহী
৯৩। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
- ৩৫০টি
৯৪। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
- ২৬ মার্চ
৯৫। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
- যুক্তরাষ্ট্র
৯৬। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
- সিয়েরা লিয়ন
৯৭।সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
- পাবনা
৯৮। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
- সিলেট
৯৯। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
- ৬.১৫ কি.মি
১০০। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
- রাঙ্গামাটি

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1209 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]