Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#7315
বর্তমান কাজ চিহ্নিত করা
শুধু ধারণার বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। এটা একদিকে যেমন সময় নষ্ট করবে তেমনি আরেক দিকে মেধারও অপচয় হবে। যখন আপনি একটি নতুন চাকরি শুরু করবেন তখন আপনার পদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন। কোন ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তা বুঝতে না পারেন তবে তাঁকে জিজ্ঞেস করে জেনে নিন।

পরবর্তী কাজ চিহ্নিত করা
ভবিষ্যত ক্যারিয়ার সম্পর্কে পরিকল্পনা করার আগে আপনার স্বপ্নের চাকরিটি নিশ্চিত করুন। নিজেকে স্বপ্নের চাকরিটি এমন হওয়া উচিত- যেখানে আপনার যা ভালো লাগে আপনি তাই করতে পারবেন। অর্থাৎ যেসব কাজের প্রতি আপনি আগ্রহী সেসব কাজই করতে পারেন তা নিশ্চিত করুন। ফলে চাকরির প্রতি আসবে আপনার পরিপূর্ণ সন্তুষ্টি।

নিজেকে প্রস্তুত করা
প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাই সময়ের অপচয় করবেন না। আপনার জীবনবৃত্তান্ত সব সময় আপডেট করে রাখুন। হয়তো আগামীকালই আপনার স্বপ্নের চাকরিতে যোগদানের একটি সুযোগ সৃষ্টি হতে পারে। এ কারণে নিজেকে সর্বদা তৈরি রাখুন। যে কারো সামনে নিজেকে একজন মূল্যবান ব্যক্তি হিসেবে উপস্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখুন।
প্রয়োজনীয় সঠিক উপকরণ
প্রয়োজনীয় কিছু উপকরণ ব্যবহারের মাধ্যমে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। কোনো চাকরির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য নিতে পারেন কোনো বই বা টিউটোরিয়ালের। এছাড়া করতে পারেন বিভিন্ন শর্ট-টার্ম কোর্স, যা আপনার যোগ্যতা খানিকটাক হলেও বাড়িয়ে দেবে।

আচার-ব্যবহারে আকর্ষণীয় হোন
মানুষ সামাজিক জীব। তাই প্রতিটি মানুষকেই সংযমী হতে হবে এবং জীবনের উদ্দেশ্যকে বাকস্তব রূপ দিতে হবে। মানুষের সঙ্গে আচার ব্যবহারে হতে হবে আকর্ষণীয়। এজন্য মানুষের ইচ্ছা ও স্বার্থের কথা বিবেচনা করতে হবে।
আপনার ইচ্ছা তখনই সাধিত হবে, যখন অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আচার ব্যবহারে মার্জিত হোন। যার সঙ্গে কথা বলবেন, তার প্রতি একটু সহৃদয় হলেই আশ্চার্য ফল পেতে পারেন।
আচার-ব্যবহারে ভদ্র এবং খুশিতে ভরপুর হওয়ার চেষ্টা করুন। আপনার এই সুখ ও আনন্দ অপরের মাঝেও সঞ্চারিত হবে। মন থেকে সব ধরনের দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। ভালো চিন্তা করুন,দেখবেন মানুষ আপনাকে পছন্দ না করে পারবে না।
অপরকে বলার সুযোগ দিন। সবার সঙ্গে চলতে গেলে আপনাকে ছোটখাটো স্বার্থত্যাগ করতেই হবে।
    Similar Topics

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]