Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7291
লাতিন আমেরিকার দেশ পেরুর ঐতিহাসিক স্থাপনা মাচুপিচু নিয়ে নতুন তথ্য প্রকাশ করেন বিজ্ঞানীরা। বহুবছর আগেই ইনকা সভ্যাতার প্রাচীন নিদর্শন বলে ঘোষণা করেন ঐতিহাসকেরা। ষোড়শ শতাব্দীতে স্প্যানিশরা এ অঞ্চল দখল করার ওপর ভিত্তি করে তারা এই অনুমান করেন। সম্প্রতি রেডিওকার্বন প্রযুক্তি ব্যবহার করে একদল বিজ্ঞানী জানান, প্রাচীন এই নিদর্শনটি আরও অন্তত দুই দশকের পুরানো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের প্রাচীনতম মরুভূমি

বিশ্বের প্রাচীনতম মরুভূমি নামির মরুভূমি। যার অবস্থঅন অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চল ও নামিবিয়ার উত্তরাঞ্চলের মধ্যবর্তী। এই মরুভূমি এমনই শুষ্ক আর রুক্ষ জায়গা, যেখানে জীবন টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখানেই রয়েছে ওয়েলউইটশিপ নামের হাজার বছর বেঁচে থাকা গাছ। স্থানীয় ভাষায় ওয়েলউইটশিককে ডাকা হয় ‘টুইব্লারকানিয়েদুদ” নামে যার অর্থ দুটি পাতা, যা কখনো মরে না।

পিথাগোরাসের উপপাদ্য বহু পূর্বের

গণিতের দুনিয়ায় অতি পরিচিত নাম পিথাগোরাস। যিশুর জন্মের প্রায় ৫০০ বছর আগে তার সৃষ্ট উপপাদ্য আজও পৃথিবীর সব দেশের পাঠ্য বইয়ে শেখানো হয়। কিন্তু সাম্প্রতিক এক আবিষ্কার বলছে, পিথাগোরাসের জন্মের এক হাজার বছর আগেই তাঁর উপপাদ্য জানা ছিল ব্যাবিলনের সভ্যতার মানুষদের। Si.427 নামক ৩৭০০ বছরের পুরানো এক মাটির ট্যাবলেট (যার ওপর প্রাচীনকালে লেখাজোখা খোদাই করা হতো) পাওয়া যায়।

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]