Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#7272
পিতা-পুত্র
১.সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুর আহমেদ
- রাজনীতিবিদ, সাংবাদিক ও কলাম লেখক মাহবুব আনাম
২. সাহিত্যিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুল আহমেদ
- দি ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম
৩. সাহিত্যিক – শিক্ষাবিদ কাজী মোহার হোসেন
- লেখক, অনুবাদক, প্রকাশক ও জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন
৪. কবি ও সাহিত্যিক আহসান হাবীব – সাহিত্যিক মঈনুল আহসান সাবের
৫. নাট্যকার বিজন ভট্টাচার্য – কবি নবারুণ ভট্টাচার্য
৬. নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় – গীতিকার, সুরকার ও গায়ক দিলীপকুমার রায়
৭. পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও বিচারপতি আবদুল জব্বার খান – কবি আবু জাফর ওবায়দুল্লাহ
৮. শিশুসাহিত্যিক সুকুমার রায় – চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়
৯. চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রা – চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়

মাতা-পুত্র
১. কবি কুসুমকুমারী দাশ – কবি জীবনান্দ দাশ
২. কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী – কবি নবারুণ ভট্টাচার্য
৩. সাহিত্যিক অনিন্দিতা দেবী - সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী

পিতা-কন্যা
১. কবি মণীশ ঘটক – কথাসহিত্যিক মহাশ্বেতা দেবী
২. কবি দ্বিজ বংশী দাস – প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী
৩. সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন – রবীন্দ্র সঙ্গীতশিল্পী, লেখক ও শিক্ষক সনজীদা খাতুন
৪. দি ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম – লেখিকা ও ঔপন্যাসিক তাহমিমা আনাম।

মাতা-কন্যা
১. কবি বেগম সুফিয়া কামাল – লেখক সুলতানা কামাল।

স্বামী-স্ত্রী
১. নাট্যকার বিজন ভট্টাচার্য – কথাসাহিত্যিক মাহশ্বেতা দেবী
২. লেখক, সাবংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক - রবীন্দ্র সঙ্গীতশিল্পী, লেখক ও শিক্ষক সনজিদা খাতুন
৩. লেখক, অনুবাদক, প্রকাশক ও জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন – সঙ্গীতশিল্পী ফরিদা ইয়াসমিন
৪.সাহিত্যিক সৈয়দ শামসুল হক – অধ্যাপক ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক
৫. কবি ও লেখক আফতাব আহমদ – লেখক ও শিক্ষক গুলতেকিন খান
৬. ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার হুমায়ূন আহমেদ – লেখক ও শিক্ষক গুলতেকিন খান
৭. সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার – লেখক পান্না কায়সার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]