Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#7163
১. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?দক্ষিণ আমেরিকা।
২. চিলি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা।
৩. দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ? ১২ টি।
৪. বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ? চিলি।
৫. কিটো কোন দেশের রাজধানী? ইকুয়েডর।
৬. পেরুর রাজধানী কোথায়? লিমা।
৭. উরুগুয়ের রাজধানীর নাম কি? মন্টেভিডিও।

লাতিন আমেরিকা
১. স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল।
২. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? ইসাবেলা পেরন(১৯৭৪ সালের ১ জুলাই ইসাবেল পেরন আর্জেন্টিনার প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেন।)
৩. মাদক দ্রব্য উৎপাদনে চোরাচালানের জন্য আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি? কলম্বিয়া।
৪. কলম্বিয়ার রাজধানী? বোগোতা।
৫. ফকল্যান্ড দ্বীপ -দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত ব্রিটিশ উপনিবেশ।
৬. ফকল্যান্ড দ্বীপ নিয়ন্ত্রণের উপর আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত অঘোষিত যুদ্ধ হয়ে, ১৯৮২ সালের ২রা এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত এই যুদ্ধ চলে।

ওশেনিয়া (অস্ট্রেলিয়া) মহাদেশ
১. জেমস কুক ছিলেন একজন বিখ্যাত ?নাবিক।
২. কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত? সামোয়া।
৩. অস্ট্রেলিয়া রাজধানী? ক্যানবেরা।
৪. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? এশিয়ার দক্ষিণ অঞ্চল।
৫. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ ?অস্ট্রেলিয়া।
৬. নিউজিল্যান্ডের রাজধানী? ওয়েলিংটন।
৭. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? অস্ট্রেলিয়া।
৮. অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ?যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ।
৯. ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম?দি লজ।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]