Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
By mousumi
#7152
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব দেশের নাগরিকেরা ভিসা পায়নি , তারা নতুন করে আবেদন করতে পারবে বলে জানায় মার্কিন প্রশাসন । ৮ মার্চ ২০২১ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস নতুন এ সিদ্ধান্তের কথা জানান । মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ওপর ট্রাম্পের নিষেধাঙ্গার কারণে আফ্রিকা , এশিয়া ও লাতিন আমেরিকার ১৩ টি দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারছিল না । নতুন মার্কিন প্রশাসন তাদের জন্য পুনরায় সুযোগ করে দিল ।

-১০ মার্চ ২০২১ করোনা মহামারিতে অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত ১.৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ বিল দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয় । ১২ মার্চ ২০২১ বিলটিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জো বাইডেন । মার্কিন ইতিহাসের সর্ববৃহৎ এ ত্রাণ বিলটির নাম American Rescue Plan । এতে যুক্তরাষ্ট্রের বহু নাগরিককে এককালীন ১৪০০ ডলার করে দেওয়ার জন্য মোট ৪০০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয় । শুধু তাই নয় , মহামারীর সময় চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া ৯৫ লাখ লোককে ৩০০ ডলার করে বেকার ভাতা দেয়ারও ব্যবস্থা রাখা হয় ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]