Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7085
মানব সভ্যতার শুরু এবং অগ্রগতি হয়েছে প্রযুক্তির হাত ধরে। মানবজাতি তার বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে আদি প্রস্তর যুগ (খ্রি: পৃ: ২৫০,০০০-১২৫,০০০) থেকেই ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার করতে গাছের ডাল, মৃত জীবজন্তুর হাড় বা পাথরের টুকরো ঘসে বা পিটিয়ে হাতিয়ার বা অস্ত্র তৈরি করতো। মধ্য প্রস্তর যুগে বা মেসোলিথিক যুগে, অর্থাৎ ১০,০০০-৫,০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত তারা ধীরে ধীরে কৃষি কাজের দিকে ঝুঁকতে থাকলে কৃষির নতুন নতুন হাতিয়ার উদ্ভাবন করে। তাছাড়া যুদ্ধের প্রয়োজনে কুঠার, বর্শা ঢাল ইত্যাদির ব্যবহার শুরু হয়। মানুষ ইতোমধ্যে সোনা, রুপা, তামা ইত্যাদি নানা ধাতু এবং কিছু মিশ্র ধাতু আবিষ্কার করে। সেগুলো পিটিয়ে বা গলিয়ে বিশেষ পদ্ধতিতে ছাঁচে ঢেলে হাতিয়ার তৈরিতে কাজে লাগে। সে থেকেই ঢালাই শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। প্রস্তর যুগেই মানুষ আগুন জ্বালানো ও তা নিয়ন্ত্রণ করতে শেখায় তা ঢালাই শিল্পের প্রসারে বড় ভূমিকা রাখে। পরবর্তীতে মেসোপটেমিয়া, মিসর,চীন হয়ে ভারত উপমহাদেশে এ শিল্প ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তৈরিতে এ শিল্পের বিশেষ ব্যবহার পরিলক্ষিত হয়।

শ্যাম্পেন পুল কিন্তু শ্যাম্পেনের পুকুর নয়!
শ্যাম্পেনের বোতল খোলার সেই বুদবুদ শব্দ বা ধোঁয়া ওঠা পানি দেখে শ্যাম্পেন পুল’কে শ্যাম্পেনের বিশাল আধার মনে হতেই পারে। তবে এটি আসলে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইওটাপুতে অবস্থিত বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি জলাশয়। প্রায় ৯০০ বছর আগে এক অগ্ন্যুৎপাতের ফলে এটি সৃষ্টি। ৬৫ মি. ব্যাস ও ৬২ মি. গভীর এ জলাশয় থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে পৃষ্ঠের উপরে উঠে আসে। এখানকার পানির তাপমাত্রা ৭৩° সেন্টিগ্রেড (১৬৩° ফারেনহাইট)। প্রচুর অ্যান্টিমনি মজুদের কারণে চারপাশে উজ্জ্বল কমলা রঙের স্তর দেখা যায়। এছাড়াও এখানকার পাথরে ঘনীভূত অবস্থায় প্রচুর পরিমাণে পারদ, থ্যালিয়াম, স্বর্ণ ও রৌপ্য জমা আছে। শ্যাম্পেন পুলের অতিরিক্ত পানি প্যালেট নামের একই রকম আরেকটি জলাশয়ে গিয়ে জমা হয়। এখনকার পুরো অঞ্চলটিই সক্রিয় আগ্নেয়গিরি, পানি ও বাষ্প এবং আরও বহু অদ্ভুত প্রাকৃতিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ।
    today job circular - episode 01

    https://www.youtube.com/watch?v=jToEITJdvMg

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]