Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7073
১. আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী?
উ: নীল নদ।
২. নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উ: ১১ টি।
৩. নীল নদের উৎপত্তি হয়েছে ?
উ: ভিক্টোরিয়া হ্রদ থেকে।
৪. নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
উ: ভূমধ্যসাগরে।
৫. বিশ্বের বৃহত্তম ও প্রশস্ততম নদী?
উ: আমাজন।
৬. আমাজন নদীর উৎপত্তি ?
উ: আন্দিজ পর্বতমালা থেকে।
৭. আমাজন মোট কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উ: ৯ টি(ব্রাজিল ,বলিভিয়া, পেরু ,ইকুয়েডর, কলম্বিয়া ,ভেনিজুয়েলা, গায়ানা,ফ্রেন্স গায়ানা,সুরিনাম)।
৮. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। তবে আয়তনের দিক থেকে এটি সবচেয়ে বড়।
৯. পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী এবং এশিয়ার দীর্ঘতম নদী?
উ: ইয়াংসিকিয়াং।
১০. মিসিসিপি নদীর সঙ্গে মিলেছে যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘতম নদী মিজুরি। দুই নদীর দৈর্ঘ্য একসঙ্গে হিসাব করলে উত্তর আমেরিকার দীর্ঘতম এবং বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী মিসিসিপি-মিজুরি।
১১. চীনের হোয়াংহো নদীর পানিতে রয়েছে প্রচুর বালি। এই বালি মিশে পানিকে পুরোপুরি হলুদ দেখায়। আর হলুদ পানির কারণেই নদীটির নাম হোয়াংহো। চীনা শব্দ হোয়াং অর্থ হলুদ আর হো অর্থ নদী।
১২. হোয়াংহো নদীর অপর নাম হলো পীত নদী।
১৩. হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়।
১৪. পৃথিবীর সবথেকে গভীরতম নদী?
উ:কঙ্গো(২২০ মিটার/৭২০ ফুট)
১৫. ইউরোপের বৃহত্তম নদী ভলগা নদী প্রবাহিত হয়েছে রাশিয়ার মধ্য দিয়ে।
১৬. জর্ডান নদী মোট পাঁচটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে (সিরিয়া, লেবানন, ফিলিস্তিনির পশ্চিম তীর, ইসরাইল,জর্ডান)।
১৭. খ্রিস্টান ও ইহুদী ধর্মাবলম্বীদের নিকট অত্যন্ত পবিত্র নদী?
উ: জর্ডান নদী।
১৮. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত?
উ: দানিয়ুব নদী।
১৯. ব্ল্যাক ফরেস্ট অবস্থিত?
উ: জার্মানিতে।
২০. টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?
উ: ইরাক।
২১. দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি নদী ইউফ্রেটিস। এর আরেক নাম ফোরাত।
২২. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
উ: ইউফ্রেটিস (কারবাল ইরাকের অন্তর্গত একটি শহর। এটি ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত।এটি বাগদাদের ১০০ কিমি. (৬২ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী।)
২৩. অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী?
উ: মারে ডার্লিং।
২৪. কায়রো কোন নদীর তীরে অবস্থিত?
উ: নীল নদ।
২৫. শাত-ইল-আরব হলো ?
উ: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
২৬. আসওয়ান বাঁধ অবস্থিত ?
উ: মিশরে।
২৭. পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
উ: জর্ডান(এখানে কোন উদ্ভিদ বা মাছ বাঁচে না বলেই মূলত একে মৃত সাগর বলা হয়ে থাকে । কেবল সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়।এর লবণাক্ততা শতকরা ৩০ ভাগ এবং এটি সমুদ্রের পানির চাইতে ৮.৬ গুণ বেশি লবণাক্ত)
২৮. টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত?
উ: লন্ডন।
২৯. রোম শহর কোন নদীর তীরে অবস্থিত?
উ: টাইবার নদী।
৩০. ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত ?
উ: ইরাবতী।
৩১. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?
উ: যমুনা।
৩২. পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
উ: জর্ডান।
৩৩. নদীবিহীন দেশ?
উ: ইয়েমেন, ওমান, কাতার, কিরিবাতি, কমোরাস, কুয়েত, টু ভ্যালু, নাউরু, বাহামা, বাহারাইন, ভ্যাটিকান সিটি ,মালদ্বীপ ,মালটা, মার্শাল দ্বীপপুঞ্জ, মোনাকো, সৌদি আরব ,সংযুক্ত আরব আমিরাত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    265 Views
    by raihan
    0 Replies 
    188 Views
    by raihan
    0 Replies 
    153 Views
    by masum
    0 Replies 
    754 Views
    by shanta
    0 Replies 
    22999 Views
    by shanta

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]