Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#7013
২৯ জানুয়ারি ২০২১ বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ফসলের মাঠে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরির পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনার নাম দেয়া হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। মুজিবশতবর্ষ উপলক্ষে ‘ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি বাস্তবায়ন করে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। চীন থেকে আমদানি করা সোনালী ও বেগুনি রঙের ধানের চারায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র মোট আয়তন ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার বা ১২,৮৫,৫৩৬.৭৫ বর্গফুট। বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র (Largest Crop Field Mosaic) ক্যাটাগরিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় এটি। ১৬ মার্চ ২০২১ শস্যচিত্রে বঙ্গবন্ধুকে নতুন বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এর আগে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র তৈরি করা হয়েছিল ২০১৯ সালে চীনে; যার আয়তন ছিল ৭৯,৫০৫.১৯ বর্গমিটার বা ৮,৫৫,৭৮৬.৭৩৬ বর্গফুট।

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]