Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6966
১. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে দেশের দারিদ্রের হার ২০.৫%,চরম দারিদ্র্যের হার ১০.৫%।
২. জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৩তম।
৩. সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত হয় ২০ জানুয়ারি ১৯৭২ সালে।
৪. ১৯৬১ সালে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
-সদর দপ্তর ঢাকা।
৫. জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টঙ্গী ,গাজীপুর।
-বাংলাদেশের প্রথম শিশু উন্নয়ন কেন্দ্র
৬. জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ী ,গাজীপুর।
৭. কিশোর উন্নয়ন কেন্দ্র পুলেরহাট, যশোর।
৮. প্রথম বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয় ১৯৯৭-১৯৯৮ সালে।
৯. পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়?১৯৭৪।
১০. একটি বাড়ি একটি খামার চালু হয় ১৯৯৮ সালে।
১১. Social Development Foundation (SDF)
-প্রতিষ্ঠা‌ ২০০০ সালে।
-বিশ্ব ব্যাংক অনুদান প্রদান করে।
১২. Bangladesh Institute of Development Studies(BIDS)
-প্রতিষ্ঠা ১৯৫৭ সালে।
-অফিস আগারগাঁও ঢাকা।
১৩. বাংলাদেশ উন্নয়ন ফোরাম(BDF)
-প্রতিষ্ঠিত ১৯৭৪ সালে।
ব্যাংক ব্যবস্থাপনা
১. চীনে খ্রিস্টপূর্বে ৬০০ অব্দে সানচী ব্যাংক নামে বিশ্বের প্রাচীনতম ব্যাংক চালু হয়।
২. মোঘল শাসনামলে ১৭০০ সালে হিন্দুস্তান ব্যাংক নামে কলকাতায় প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের প্রথম ব্যাংক।
৩. বিশ্বের প্রথম সরকারি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১১৫৭ সালে ইতালির ভেনিসে ব্যাংক অফ ভেনিস নামে।
৪. ব্রিটেনে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড (১৬৯৪)।
৫. ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নামে ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
৬. ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
৭. বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম স্টেট ব্যাংক পাকিস্তান।
৮. বাংলাদেশ ব্যাংকের মোট শাখা আছে ১০ টি(প্রধান কার্যালয়সহ)।
৯. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ।
১০. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির(১১ তম)
১১. বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর মেয়াদকাল ৪ বছর।
১২. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮ জন।
১৩. বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপক হান্নানা বেগম।
১৪. বাংলাদেশ ব্যাংকের কাজ
-দেশের সব ব্যাংক নিয়ন্ত্রণ করা
-নতুন নোট চালু
-আর্থিক বাজার নিয়ন্ত্রণ
-মুদ্রার মান নিয়ন্ত্রণ
১৫. ১৮৩৫ সালে ব্রিটিশগন উপমহাদেশে প্রথম মুদ্রা আইন চালু করে।
১৬. লর্ড ক্যানিং ১৮৫৭ সালে ভারতবর্ষে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে।
১৭. স্বাধীন বাংলাদেশের প্রথম নোট চালু হয় ৪ মার্চ ১৯৭২ সালে।
১৮. বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা চালু হয় ৪ জানুয়ারি ১৯৭৩ সালে।
১৯. বাংলাদেশের ব্যাংক নোট ৭ টি(গভর্নরের স্বাক্ষর থাকে)
-১০ টাকা ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা ২০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকার নোট।
২০. সরকারি নোট ৩ টি(অর্থ সচিবের স্বাক্ষর থাকে)
-এক টাকা, দুই টাকা ,পাঁচ টাকার নোট।
২১. সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট ১০ টাকা।
২২. বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে জি মুস্তফা।
২৩. দুই টাকার নোটের অঙ্কিত ছবি কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ।
২৪. ৫ টাকার নোটে অঙ্কিত ছবি কুসুম্বা মসজিদ (নওগাঁ) ও জাতীয় স্মৃতিসৌধ।
২৫. ১০ টাকার নোটে অংকিত ছবি বায়তুল মোকাররম মসজিদ (ঢাকা)
২৬. ২০ টাকার নোটে অংকিত ছবি ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট)
২৭. ৫০ টাকার নোটে অংকিত ছবি বাঘা মসজিদ (রাজশাহী)
২৮. ১০০ টাকার উপর অংকিত ছবি তারা মসজিদ ঢাকা ও জাতীয় স্মৃতিসৌধ।
২৯. ২০০ টাকার উপর অংকিত ছবি গ্রাম বাংলার বহমান নদী ও নদীর পাড়ের দৃশ্য।
৩০. ৫০০ টাকা নোটের উপর অংকিত ছবি বাংলাদেশের কৃষি কাজের দৃশ্য ও স্মৃতিসৌধ ।
৩১. ১০০০ টাকার উপর অংকিত ছবি জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবন।
৩২. নোট এর বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখে স্বর্ণ(৩০ শতাংশ)
৩৩. বাংলাদেশের কাগজের মুদ্রা মুদ্রণের একমাত্র প্রেস হলো সিকিউরিটি প্রিন্টিং প্রেস (টাকশাল)
৩৪. বাংলাদেশের টাকশাল প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে, গাজিপুর।
৩৫. টাকা মুদ্রানের কাগজ আমদানি করা হয় সুইজারল্যান্ড হতে।
৩৬. কয়েন আমদানি করা হয় কানাডা থেকে।
৩৭. বাংলাদেশ মুদ্রা ব্যবস্থায় কাগজের নোটের সংখ্যা ৯টি।
৩৮. ৫০০ টাকার নোট ছাপানো হয় জার্মানি থেকে।
Collected:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]