Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6965
১. আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র
-পৃথিবীর নিম্নকক্ষে স্থাপিত বাসযোগ্য একটি কৃত্রিম উপগ্রহ এবং সর্ববৃহৎ মহাকাশ‌ স্টেশন।
-উৎক্ষেপণ ১৯৯৮ সালে।
-এটি প্রতিদিন ১৫.৫৪ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।
-এটি পাঁচটি গবেষণা সংস্থার সমন্বয়ে গঠিত।
-NASA,ESA,JAXA,CSA,Roscosmos State Corporation for Space Activities
২. NASA(National Aeronautics and Space Administration)
-মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
-প্রতিষ্ঠা ১৯৫৮ সালে।
-সদরদপ্তর ওয়াশিংটন ডিসি ,যুক্তরাষ্ট্র
-প্রতিষ্ঠাতা ডোয়াইন ডি. আইজেনহাওয়ার।
৩. ESA(European Space Agency)
-ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা
-প্রতিষ্ঠা ১৯৭৫ সালে
-সদস্য ২০ টি
৪. JAXA(Japan Aerospace Exploration)
-জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা
-প্রতিষ্ঠা ২০০৩ সাল
-সদরদপ্তর টোফু, টোকিও ,জাপান
৫. CSA(Canadian Space Agency)
-কানাডার জাতীয় মহাকাশ সংস্থা
-প্রতিষ্ঠা ১৯৯০ সালে।
-সদরদপ্তর সেইন্ট হুবার্ড, কুইবেক, কানাডা।

মহাকাশ অভিযান
১. স্পুটনিক-০১
-স্পুটনিক' অর্থ ভ্রমণ সঙ্গী
-১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে এ কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করে। এটি মহাশূন্যে পাঠানো প্রথম উপগ্রহ।
২. স্পুটনিক-০২
-জীবন্ত প্রাণী বহনকারী প্রথম মহাশূন্যযান।
-সোভিয়েত ইউনিয়ন কর্তৃক নির্মিত এ যানের যাত্রী ছিল লাইকা নামে কুকুর।
৩. স্কোর মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ।
৪. লুনা-০২ এটি প্রথম চন্দ্রপৃষ্ঠে স্পর্শ করেছিল।
৫. লুনা-০৩ এটি প্রথম উপগ্রহ যা চাঁদের অদৃশ্যমান অংশের ছবি পাঠিয়েছিল।
৬. লুনা-০৯ ১৯৯৬ সালে প্রথম সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণকারী সোভিয়েত মহাশূন্যযান।
৭. ভস্টক-০৬
-ভ্যালেন্তিনা তেরেসকোভা মহাশূন্যে প্রথম মানবী নভোচারী হিসেবে ১৬ জুন ১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক তৈরি ভস্টক-৬ এর মাধ্যমে মহাশূন্যে গমন করেন।
৮. অ্যাপোলো ১১
-২০ জুলাই ১৯৬৯ সালে এটি চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণকারী প্রথম মানুষ্যবাহী মহাকাশযান।
-অভিযানে অংশ নেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও এডুইন অল্ড্রিন।
-২১ জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠ পা রাখেন।
-এ সময় তিনি বলেন "That's one small step for man, one giant leap for mankind"
-ভাইকিং ১ মঙ্গল গ্রহে অবতরণকারী মার্কিন মহাশূন্যযান।
৯. চন্দ্রযান ০১
-ভারতের প্রথম চন্দ্র অভিযান।
-২০০৮ সালের ৮ নভেম্বর সফলভাবে এই মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।
Collected:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]