Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6964
১. ডিজিটাল প্রতারণার সাজা ৫ বছর বা ৫ লক্ষ বা উভয় [ধারা-২৩(২)]। সাইবার সন্ত্রাসীকার্য- ১৪ বছর বা ১ কোটি টাকা বা উভয় ধারা: [২৭(২)]। হ্যাকিং-এর সাজা ১৪ বছর বা ১ কোটি বা উভয় ধারা (৩৪ (১)] আমলে গ্রহণ-ট্রাইব্যুনাল।
২. সড়ক পরিবহন আইন -২০১৮ অনুযায়ী, গুরতর জখমের সাজা ৫ বছর বা ৫ লক্ষ টাকা (১০৫ধারা) জামিন অযোগ্য। কিন্তু দণ্ডবিধিতে একই অপরাধের সাজা ৩ বছর ও অর্থদণ্ড [৩০৪(খ)] জামিন যোগ্য। (বাস্তবে ২টি আইনের যে কোনো ১টিতে মামলা হতে পারে। দণ্ডবিধি বাতিল হয়নি)।
৩. লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ।
৪. জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা জজ।
৫. লিগ্যাল এইড আইনজীবী হওয়ার জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।
৬. লিগ্যাল এইড দিবস ২৮ এপ্রিল।
৭. বাদীপক্ষের কাগজপত্র প্রদর্শনী হয় ১,২,৩ ইত্যাদি। বিবাদী পক্ষের কাগজপত্র প্রদর্শনী হয় ক,খ,গ,ঘ ইত্যাদি।
৮. Fiduciary relationship যাদের বরাবর দান করলে সাথে সাথে কার্যকর হয়। অর্থাৎ প্রত্যাহার করা যায় না। (যেমন- স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা)
৯. স্বীকৃতির দ্বারা অবৈধ সন্তানকে বৈধ করা যায় না।
১০. SCOB = Supreme Court Online Bulletin (বাংলাদেশ সুপ্রিমকোর্ট থেকে অনলাইনে প্রকাশিত যে রিপোর্ট)।
১১. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-১৯৬১-এর (৫)(বি) অনুযায়ী, অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের সাজা ১ বছর। তা দায়ের করতে হয় ১ম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
১২. পারিবারিক আদালত অধ্যাদেশ-১৯৮৫ অনুযায়ী, কোনো মামলার বিচার করেন পারিবারিক আদালত [সহকারী জজ]।
১৩. Locus Stadi (PIL) নিয়ে বাংলাদেশের ১ম. মামলা মোখলেসুর রহমান বনাম বাংলাদেশ, 26 DLR 1974(AD)-44 [Flood Action plan case (FAP case)] (এটি Berberi Case নামেও পরিচিত) এটি কিন্তু আনুষ্ঠানিক দ্বার উন্মোচন হয়- Dr Mohiuddin Vs Bangladesh 49 DLR 1997 (AD)-438 দ্বারা।
১৪. মাসদার হোসেন মামলার রায়ের প্রেক্ষিতে ৪টি বিধিমালা তৈরি করা হয়।
১৫. অসাংবিধানিক সংশোধনীসমূহ- ৫ম, ৭ম, ৮ম (আংশিক), ত্রয়োদশ ও ষোড়শ।
১৬. করোনাকালীন সময়ে সর্বোচ্চ ২ জন আইনজীবী একটি মামলায় শুনানি করতে পারে।
১৭.জুডিসিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৮. জুডিসিয়াল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৯. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বছরে কোন কোন দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকে?
উ: একদিরও নয়। কোনো ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেনই।
২০. The Civil Courts (Amendment) Act 2021 জাতীয় সংসদে পাস হয়- ২৭ জানুয়ারি ২০২১। কার্যকর হয় ১ ফেব্রুয়ারি ২০২১।
২১. সংশোধনী কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে জেলা জজ তার অধীনস্থ যুগ্ম জেলা জজ আদালত ও সিনিয়র সহকারী জজ আদালত হতে মামলা উপযুক্ত আদালতে বদলি করবেন।
২২. যদি মামলা বদলি করা হয়, তবে পূর্বে যে স্তর ছিল সেই স্তর থেকে চালু হবে।
২৩. তবে হাইকোর্টে বিচারাধীন আপিল মামলাসমূহ বর্তমানে জেলা জজ আদালতে বদলি হবে না।
২৪. ২০১৬ সালের সংশোধনী বাতিল করা হয়েছে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    36 Views
    by bdchakriDesk
    0 Replies 
    68 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4241 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4433 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4633 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]