Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6960
১৯৯১ সালে সাবেক যুগোস্লাভিয়ার প্রদেশ মেসিডোনিয়া নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকেই ‘মেসিডোনিয়া’ নামটি নিয়ে গ্রিস ও মেসিডোনিয়ার মধ্যে বিবাদ শুরু হয়; কারণ গ্রিসেও মেসিডোনিয়া নামের একটি অঞ্চল রয়েছে। তাই নামটির বিষয়ে গ্রিসের আপত্তি ছিল। দীর্ঘ ২৭ বছরের আলোচনার পর ২০১৮ সালের জুন মাসে নতুন নাম গ্রহণের ব্যাপারে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে মেসিডোনিয়া দেশটির নতুন নাম ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র।’

বিবিধ প্রশ্নোত্তর
১. আলবেনিয়া ইউরোপের মুসলিম দেশ হিসেবে পরিচিত হয় ১৯৯২ সালে।
২. ক্রোয়েশিয়ার স্বাধীনতার নায়ক স্বাধীনতার নায়ক ফ্রাঞ্জো তুজম্যান।
৩. ক্রোয়েশিয়ার বর্তমান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী কোলিন্দ্রা গ্রাবার কিচারোভিক।
৪. সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবেদান মিলোসেভিচকে বলা হতো বলকানের কসাই।
৫. পৃথিবীর মানচিত্র থেকে যুগোস্লাভিয়ার নাম বিলুপ্ত হয় ২০০৩ সালে।
৬. ট্রেড ইউনিয়ন আলফা নামে পরিচিতি রোমানিয়া।
৭. চসেস্কু ছিলেন রুমানিয়ার স্বৈরশাসক।
৮. চেকোস্লোভাকিয়া ১৯৯২ সালে বিভক্ত হয়ে চেকপ্রজাতন্ত্র ও স্লোভাকিয়া রাষ্ট্রের জন্ম হয়।
৯. Classical Music- এর মাতৃভূমি বলা হয় অস্ট্রিয়ার ভিয়েনাকে।
১০. অস্ট্রিয়ার অধিবাসীদের বলা হয় সিগমন্ড ফ্রয়েড।
১১. স্পেনের একটি প্রাচীন শহর কর্ডোভা। প্রাচীন মুসলিম সভ্যতার নিদর্শন ছিল এখানে।
১২. গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ ধরে আইসল্যান্ডে সূর্য অস্তমিত হয় না, তাই আইসল্যান্ডকে বলা হয় মধ্যরাতের সূর্যের দ্বীপ। তাছাড়া আইসল্যান্ডকে আগুনের দ্বীপও বলা হয়।
১৩. আজারবাইজানকে বলা হয় ‘Land of Flames’ । ‘নার্গানো কারাবাখ’ একটি ছিটমহল। এটি নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ আছে।
১৪. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে।
১৫. জর্জিয়াকে বলা হয় ‘The birth place of wine’।
১৬. স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ডেনমার্ক।
১৭. গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক ডেনমার্ক।
১৮. ডেনমার্কের বর্তমান রানি হলেন দ্বিতীয় মার্গারেট।
১৯. পৃথিবীতে সর্বপ্রথম ১২১৮ সালে ডেনমার্কে জাতীয় পতাকার প্রচলন শুরু হয়।
২০. কলম্বাস ছিলেন ইতালির নাগরিক। তিনি ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করেন।
২১. বেলারুশকে বলা হয় সাদা রাশিয়া।
২২. স্বাধীনতার পূর্বে বেলারুশ বাইলোরাশিয়া নামে পরিচিত ছিল।
২৩. ভ্যাটিকান সিটি পরিচিত ‘দ্য হলি সি’ বা ঐশ্বরিক সমুদ্র নামে।
২৪. পোপ দ্বিতীয় জন পলের পদমর্যাদা ‘সুপ্রিম পন্ট্রিপ’।
২৫. বর্তমান পোপের নাম পোপ ফ্রান্সিস। তিনি আর্জেন্টিনার নাগরিক।
২৬. আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র সুইডেন। সুইডেন পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র।
২৭. ইতালির বিখ্যাত শহর আল-হামরা। মুসলিম সভ্যতার জন্য বিখ্যাত।

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]