Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6939
বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯, ২০০৮
--------------------------------------------------
১) কোন বানানটি সঠিক ভদ্রোচিত
২) উনপাঁজুরে শব্দরে অর্থ দুর্বল
৩) উত্তম পুরুষের উদাঃ আমি
৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন গোধূলী
৫) যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান
৬) আকাশ শব্দের সমার্থক নয় হিমাংশু
৭) দেশী শব্দ চাল, চুলা
৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ
৯) কোনটির লিঙ্গান্তর হয় না কবিরাজ
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেনএর শুব্দ রুপ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ কৃদন্ত শব্দ
১২) ধাতু কয় প্রকার ৩ প্রকার
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৫) স্বরসংগতির উদাহরন দেশী> দিশী
১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় অধিকরণে ৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে বহুজ্ঞ
১৮) যৌগিক স্বরধ্বনি ঐ
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর
২০) কবর কবিতাটি কোন কাব্যের রাখালী
২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি
২৩) হাজার বছর ধরে রচনা করেন জহির রায়হান
২৪) এখানে তোর দাদির কবর ডালিমগাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ
২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের গল্পের উক্তি
২৬) রবীন্দ্রনাথ নোবেল পান ১৯১৩ সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় মৃত্যু ক্ষুধা
২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি বন্দোপাধ্যায়
২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন ২১ বছরে
৩০) রবীন্দ্রনাথের জন্ম ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট জহির রায়হানের রচনা
৩২) মহাশশান মহাকাব্য কায়কোবাদ রচনা করেন
৩৩) সনেট এর পংক্তি ১৪ টি
৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা মানিক বন্দোপাধ্যায়
৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় নৌকাডুবি
৩৭) রাজবন্দীর জবানবন্দী কার কাজী নজরুল ইসলাম
৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরেরলাইন কূলে একা বসে আছি, নাহি ভরসা
৩৯) যা অধ্যয়ন করা হয়েছে অধীত
৪০) যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1 Views
    by bdchakriDesk
    0 Replies 
    9 Views
    by bdchakriDesk
    0 Replies 
    287 Views
    by shahan
    0 Replies 
    1000 Views
    by kajol
    0 Replies 
    285 Views
    by raihan

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]