Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6930
১. দর্শনের জনক থেলিস।
২. আধুনিক দর্শনের জনক সক্রেটিস।
৩. মুসলিম দর্শনের জনক আল কিন্দি।
৪. ইবনে খালদুন
✓✓জন্ম ১৩৩২ সালে তিউনিসিয়ায়
✓✓মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক
✓✓গ্রন্থ কিতাবুল আবার(৭ খন্ড) প্রথম খন্ড মুকাদ্দিমা।
৫. টমাস হবস
✓✓জন্ম ১৫৮৮ সালে যুক্তরাজ্যে
✓✓সামাজিক চুক্তি তত্ত্ব ধারনা প্রতিষ্ঠা করেন
✓✓গ্রন্থ লেভিয়াথান
৬. ইমানুয়েল কান্ট
✓✓জন্ম ১৭২৪ সালে প্রুশিয়ায়(জার্মান)
✓✓ইউরোপের প্রভাবশালী চিন্তাবিদ
✓✓উক্তি সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক
৭. অগাস্ট কোঁৎ
✓✓জন্ম ১৭৯৮ সালে ফ্রান্সে
✓✓সমাজবিজ্ঞানের জনক
✓✓গ্রন্থ:পজিটিভ ফিলোসোফি ,পজেটিভ পলিসি
৮. বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল
✓✓দার্শনিক হয়েও ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
✓✓একাধারে দার্শনিক, যুক্তিবিদ ,গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী ,অহিংসবাদী সমালোচক
৯. কিতাবুল ইবার এর লেখক ? ইবনে খালদুন
১০. লেভিয়াথান গ্রন্থের লেখক হবস
১১. মানুষ স্বভাবতই স্বার্থপর আত্মকেন্দ্রিক উক্তিটি টমাস হবসের
"সাহিত্য"
১. ইমরুল কায়েস
✓✓আইয়্যামে জাহেলিয়া (অন্ধকার যুগ) এর আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি।
✓✓তাকে কবিদের রাজপুত্র, আরবি কাব্যের জনক বলা হয়
✓✓"মুয়াল্লাকা" কাব্যে রচনাশৈলীর জন্য তাকে আরবের শেক্সপিয়ার বলা হয়
২. "ফেরদৌসী"
✓✓সুলতান মাহমুদের সভাকবি ছিলেন
✓✓গ্রন্থ শাহনামা। এটি ফার্সি ভাষায় রচিত মহাকাব্য।
✓✓শাহনামা কাব্য টির অনুবাদ করেন মোজাম্মেল হক (বাংলাদেশ)ও মনিরউদ্দীন ইউসুফ (ভারত)।
৩. "ওমর খৈয়াম"
✓✓পারস্যের ফারসি গণিতবিদ, দার্শনিক, জ্যোতিষবিদ
✓✓গ্রন্থ রুবাইয়াত (চতুর্দশপদী কবিতা )এটি বাংলায় রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম নামে অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম
৪. "জালাল উদ্দিন মুহাম্মদ রুমি"
✓✓ফারসি সুন্নি মুসলিম কবি
✓✓মসনবী শরীফ গ্রন্থের রচয়িতা। এ গ্রন্থে কোরআন ও হাদিসে বর্ণিত উপন্যাস ,গল্প ,কবিতা স্থান পেয়েছে।
৫. "শেখ সাদী"
✓✓ফারসি ধ্রুপদী কবি দ্যা মাস্টার নামে পরিচিত
✓✓গুলিস্তান (গোলাপ বাগান) , বুস্তান গ্রন্থের রচয়িতা
৬. "তুলসীদাস"
✓✓রামচরিতমানস গ্রন্থের রচয়িতা। এটি হিন্দু দেবতা রামের জীবন কাহিনীকে অবলম্বন করে রচিত হিন্দি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রচনা।
৭. "হাফেজ আব্রাহিম"
✓✓গরিবের প্রতি তাঁর রাজনৈতিক অধিকারের জন্য তাকে নীলনদের কবি বা জনগণের কবি বলা হয়
৮. "আল্লামা ইকবাল"
✓✓ব্রিটিশ ভারতের ফারসি ভাষার মুসলিম কবি
✓✓পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে পরিচিত
✓✓গ্রন্থ :বাং-ই-দারা, আশরার -ই-খুদি , জবর-ই-কালিমা, শিকোশাহ
৯. "অক্টাভিও পাজ"
✓✓মেক্সিকান কবি লেখক ও কূটনীতিবিদ
✓✓১৯৯০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
১০. "গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ"
✓✓শ্রেষ্ঠ স্প্যানিশ উপন্যাসিক
✓✓One Hundred Years of Solitude (নিঃসঙ্গতার এক শতাব্দি) গ্রন্থের রচয়িতা
✓✓১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
"সংগীত"
১. সঙ্গীত বলতে কোন তিনটি বিশেষ সময়কে বোঝায়? গীত বাদ্য নৃত্য।
২. তাল হলো মাত্রার সমষ্টি।
৩. ত্রিতাল তালটি তে মোট মাত্রা সংখ্যা ১৬ মাত্রা।
৪. সংগীতের শুদ্ধস্বর ৭ টি।
৫. সপ্তকে বিকৃত স্বর ৫ টি।
৬. সমবেত সংগীত কে বলা হয় কোরাস।
৭. রাগসংগীত বলতে বোঝায় রঞ্জকতা পূর্ণ গান।
৮. উচ্চাঙ্গ সঙ্গীত বলতে বোঝায় উচ্চশ্রেণি বা উচ্চমার্গের গান ।
৯. মোজার্ট ছিলেন সংগীতস্রষ্টা ।
১০. সুর স্রষ্টা মোজার্ট কোন দেশের অধিবাসী ছিলেন?অস্ট্রিয়া।
১১. শ্রবণশক্তি হারিয়েও বিশ্ব বিখ্যাত সঙ্গীতজ্ঞ হয়েছিলেন? বেথোভেন ।

সংগৃহীত:-

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]