Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#6928
বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪ (বাংলা প্রশ্নোত্তর)
---------------------------------------------
১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ মুমূর্ষু, সংঘর্ষ,বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ মেখলা
৭) Transliteration এর পরিভাষা প্রতিবর্ণীকরণ
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর১০) এক জাতীয় নয় তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ স্মৃতিরশহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেইরয়েছে, কী বিপদ!! এখানে কী বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কবিতা
১৫) সমার্থক নয় মরৎ
১৬) The window panes steamed up এর বাংলা জানালার কাচ ঝাপসা হয়ে গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ জরা
২০) ছেমড়া শব্দটি সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান হরিশংকর জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিতসায়েন্স ফিকশন কপোট্রনিক সুখ দুঃখ(১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন শামসুর রাহমান
২৬) শুব্দ বানান মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস বহুব্রীহি
২৯) Executive এর পরিভাষা নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ পরি+আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি সম্প্রদানে ৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ ইচ্ছা- পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য জীবিত থেকেও যে মৃত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    398 Views
    by shahan
    0 Replies 
    34 Views
    by bdchakriDesk

    ফাতেমা গার্লস হাই স্কুল, গ্রাম: মুরাদপুর, ডাকঘর: ত[…]

    সিলাম ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাক-সিলাম ৩১০৫, উপ[…]

    মটর গাড়ির যন্ত্রাংশ বিতরনকারী কোম্পানীতে সেলসম্যা[…]

    সুপরিচিত চিটাগং ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজের মার্কেটিং[…]