Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6921
৬. ‘সুয়োমোটো’ রুল কী?
উ: আদালত স্বপ্রণোদিত হয়ে যে রুল জারি করে, তাকে সুয়োমোটো রুল বলে। প্রকৃতপক্ষে বিচারিক সক্রিয়তা বা জনস্বার্থে মামলার একটি বর্ধিত রূপ এটি।
৭. Acronym এবং Abbreviation- এর মধ্যে পার্থক্য কী?
উ: Abbreviation হলো সাধারণত বিভিন্ন শব্দের আদ্যক্ষর দিয়ে গঠিত শব্দ, যাতে প্রতিটি অক্ষরকে আলাদাভাবে উচ্চারণ করা হয়। যেমন- NSI । কিন্তু Acronym হলো এক বা একাধিক শব্দের আদ্যক্ষর বা মাঝের অক্ষর দিয়ে গঠিত শব্দ, যা একটি শব্দ হিসেবে উচ্চারণ করা হয়। যেমন- Mr ।
৮. সপ্তাহে সাতদিন ধরা হয় কেন?
উ: খ্রিস্টপূর্ব ৫৩০ অব্দে ব্যাবিলনীয়রা সপ্তাহের প্রতিটি দিন একটি ধ্রুপদী গ্রহের জন্য নির্ধারিত করে। আকাশে খালি চোখে দৃশ্যমান গ্রহ বা নক্ষত্রসমূহ থেকে তারা সপ্তাহের সাত দিন নির্ধারণ করে। জানা যায়, ৩২১ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কন্সট্যান্টাইন নতুন ক্যালেন্ডার চালু করে সপ্তাহে দিনের সংখ্যা ৭ নির্ধারণ করেন।
৯. ‘গোয়েবলসীয় প্রপাগান্ডা’ বলতে কী বোঝায়?
উ: জার্মানির সাবেক চ্যান্সেলর এডলফ হিটলারের প্রধান সহযোগী ড. পল জোসেফ গোয়েবলস নাৎসিদের প্রপাগান্ডামন্ত্রী ও প্রচারণা বিশেষজ্ঞ ছিলেন। গোয়েবলস ইহুদিদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারকে তুমুল জনপ্রিয় করে তুলেছিলেন। গোয়েবলসের বিখ্যাত কথা হচ্ছে, ‘একই মিথ্যা বারংবার বললে সেটি সত্যতে রূপান্তরিত হয়।’
১০. বায়োফ্লক প্রযুক্তি বলতে কী বোঝায়?
উ: নির্দিষ্ট কলাকৌশল এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ঘরের ভিতর চৌবাচ্চাতে মাছ চাষের পদ্ধতিকে ‘বায়োফ্লক প্রযুক্তি’ বলা হয়। এ পদ্ধতিতে জৈব বর্জ্যের পুষ্টি থেকে পুনঃব্যবহারযোগ্য খাবার তৈরি করা যায়। তাই অল্প জমিতে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে বায়োফ্লক প্রযুক্তি অতুলনীয়। বায়োফ্লক প্রযুক্তির জনক ইসরাইলি বিজ্ঞানী ইয়ান এভনিমেলেচ।
১১. ডিম সিদ্ধ করলে শক্ত হয় কেন?
উ: সাধারণ তাপমাত্রায় ডিমের এলবুমিন অর্থাৎ সাদা অংশ এবং অভোগ্লোবিউলিন (প্রোটিন) অর্থাৎ কুসুম দ্রবণীয় অবস্থায় থাকে। এতে তাপ প্রয়োগ করলে বা পানি দিয়ে সিদ্ধ করলে ডিমের প্রোটিনের আকৃতি পরিবর্তিত হতে থাকে এবং একসময় তা জমাট বাঁধে এবং ডিমের সাদা অংশটি শক্ত হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    782 Views
    by rafique
    0 Replies 
    372 Views
    by tamim
    0 Replies 
    304 Views
    by raja
    0 Replies 
    256 Views
    by mousumi
    0 Replies 
    813 Views
    by kajol

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]

    Vacancy Announcement for the post of Chief Audit O[…]

    ] Global China Hardware & Trading Ltd. is[…]