Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6907
১. চা এর আদিনিবাস ?চীন
২. পৃথিবীর প্রায় সব চা উৎপাদন হয় এশিয়া মহাদেশে
৩. পানীয় হিসেবে কফির প্রথম ব্যবহার হয় ইয়েমেনে।
৪. প্রথম কফি হাউস প্রতিষ্ঠিত হয় কায়রোতে
৫. IRRB(International Rice Research Institute)
✓✓প্রতিষ্ঠিত ১৯৬০ সালে
✓✓সদরদপ্তর লস বানোস, ম্যানিলা, ফিলিপাইন।
✓✓উদ্দেশ্য ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এবং এলাকার অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত কৃষি বিষয়ক প্রতিষ্ঠান
৬. চীন কোথায় প্রথম
✓✓পৃথিবীর শীর্ষ রপ্তানিকারক দেশ
✓✓বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ
✓✓তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ
✓✓ধান, চাল, গম, তামাক, চা, আপেল, রেশম ,মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ
৭. ব্রাজিল যেখানে প্রথম
✓✓কফি, চিনি ,ইক্ষু উৎপাদনে এবং রপ্তানিতে।
৮. বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র।
"খনিজ সম্পদ"
১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন
২. প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম জাতীয় পদার্থ
৩. পৃথিবীর বৃহত্তম হীরক খনি কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা।
৪. এন্টারটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।
৫. দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিখ্যাত স্বর্ণ খনির জন্য
৬. পৃথিবীর বৃহত্তম তামার খনি অবস্থিত চিলিতে
৭. মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি দ্রব্য তেল
৮. অপরিশোধিত তেল ওজনের একক ব্যারেল
৯. দেশভিত্তিক তেল মজুদের (রিজার্ভ) পরিমাণ
✓✓প্রথম ভেনিজুয়েলা ,দ্বিতীয় সৌদি আরব
১০. OPEC(Organisation of Petroleum Exporting Countries)
✓✓ভেনিজুয়েলার উদ্যোগে ১৪ ই সেপ্টেম্বর ১৯৬০ সালে ইরানের বাগদাদে প্রতিষ্ঠিত
✓✓ধরন: বিশ্বের প্রধান তেল রপ্তানি কারক দেশের সরকারের সমন্বয়ে গঠিত একটি সংস্থা
✓✓ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া।
✓✓ ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত?১৩টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল পাঁচ টি)
✓✓ কোন দেশ ওপেকের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? ইন্দোনেশিয়া(২০১৬), কাতার(২০১৯) ও ইকুয়েডর(২০২০)
১১. ওপেক ভুক্ত দেশগুলোর মধ্যে বেশি তেল উৎপাদন করে সৌদি আরব।
১২. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ ইরান
"শিল্প বিপ্লব"
১. ১৭৯৯ সালে ফরাসি কূটনীতিক লুই গুইলামো অটো শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন
২. শিল্প বিপ্লব অর্থ শিল্পের উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন
৩. অষ্টাদশ শতাব্দীর শেষভাগে (১৭৬০) ইংল্যান্ডের টেক্সটাইল খাতের বিকাশের মাধ্যমে শিল্প বিপ্লবের সূচনা হয়
৪. বিশ্বের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ যুক্তরাষ্ট্র
৫. শিল্প বিপ্লবের পূর্বে বৃটেনের সমাজ ছিল সামন্তবাদী।
৬. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয় ?কুটির শিল্প।
৭. আফ্রিকা মহাদেশের শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা
৮. প্যাপিরাস থেকে প্রথম কাগজ তৈরি করে মিশর
৯. কাগজ তৈরির মূল উপাদান সেলুলোজযুক্ত আঁশ
১০. টয়োটা মোটর গাড়ি উৎপাদনকারী দেশ জাপান
১১. ভলভো কোন দেশের গাড়ি ?সুইডেন।
১২. উড়ন্ত ট্যাক্সি প্রথম কোন শহরে যাত্রা শুরু করে? দুবাই।

সংগৃহীত:-

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]