Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6883
বগুড়ায় ১০৫ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ফসলের মাঠে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরির পরিকল্পনা করা হয়েছে, যার নাম দেয়া হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। ব্যতিক্রমী এ চিত্রকর্মটি ফুটিয়ে তুলতে ২৯ জানুয়ারি ২০২১ জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে নির্ধারিত জমিতে ধানের চারা রোপণ করা হয়। ১০৫ বিঘা বা ১২,৯২,০০০ বর্গফুট বা ১,২০,০০০ বর্গমিটার জায়গাজুড়ে বঙ্গবন্ধুর এ চিত্রকর্মটি হবে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র, যা সম্পন্ন হলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেবে। শস্যচিত্রটির দৈর্ঘ্য ৪০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র ২০১৯ সালে চীনে তৈরি করা হয়, যার আয়তন ছিল ৮,৫৫,৭৮৬ বর্গফুট।

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]