Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6881
একুশে পদক
২০২১ সালে ১৪টি ক্ষেত্রে ২১ জন বিশিষ্ট নাগরিক একুশে পদক লাভ করেন। পদক বিজয়ীরা-
ভাষা আন্দোলন: মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমেদ (এডভোকেট)(মরণোত্তর)।
শিল্পকলা (সংগীত): বেগম পাপিয়া সারোয়ার।
শিল্পকলা (অভিনয়): রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)।
শিল্পকলা (নাটক): আহমেদ ইকবাল হায়দার।
শিল্পকলা (চলচ্চিত্র): সৈয়দ সালাউদ্দীন জাকী
শিল্পকলা (আবৃত্তি): ড. ভাস্কর বন্দ্যোপাধ্যায়
শিল্পকলা (আলোকচিত্র): পাভেল রহমান
মুক্তিযুদ্ধ: গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
সাংবাদিকতা: অজয় দাশগুপ্ত
গবেষণা: ড. সমীর কুমার সাহা
শিক্ষা: বেগম মাহফুজা খানম
অর্থনীতি: ড. মির্জা আব্দুল জলিল
সমাজসেবা: প্রফেসর কাজী কামরুজ্জামান
ভাষা ও সাহিত্য: কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

পদ্ম সম্মাননা জয়ী বাংলাদেশি
সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানবসেবা ইত্যাদি বিষয়ে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিকে ভারত সরকার প্রতিবছর তিন ধরনের পদ্ম সম্মাননা প্রদান করে। এগুলো হলো- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। ২ জানুয়ারি ১৯৫৪ থেকে পদ্ম সম্মাননা প্রদান করে আসছে ভারত সরকার। ২০২১ সালের ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৭ জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী লাভ করেন। এর মধ্যে পদ্মশ্রী সম্মাননা লাভ করেন দু’জন বাংলাদেশি- শিল্পকলায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুন এবং সরকারি সেবা ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।

পদ্ম বিজয়ী বাংলাদেশি
পদ্মভূষণ
১৯৬০ কাজী নজরুল ইসলাম
২০১৪ অধ্যাপক আনিসুজ্জামান
২০২০ সৈয়দ মোয়াজ্জেম আলী
পদ্মশ্রী
২০১৩ ঝর্ণা ধারা চৌধুরী
২০২০ ড. এনামুল হক
২০২১ সনজীদা খাতুন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    647 Views
    by sajib
    0 Replies 
    1054 Views
    by rajib
    0 Replies 
    449 Views
    by kajol
    0 Replies 
    287 Views
    by tasnima
    0 Replies 
    300 Views
    by mousumi

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]