Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#6872
২৫ নভেম্বর ২০২০ মারা যান আর্জেন্টাইন কিংবদন্তি ‘ফুটবলের রাজপুত্র’ দিয়োগো ম্যারাডোনা । সম্প্রতি ইতালির ছোট শহর ক্যাস্টেলিনো ডেল বিফার্নোতে ম্যারাডোনার ছবি ও নামাঙ্কিত একটি ব্যাংক নোট ইস্যু করা হয় । ১০০ টাকার ঐ ব্যাংক নোটের সামনের অংশে ব্যবহার করা হয় ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ - এর ছবিটি । ম্যারাডোনার ছবি দিয়ে তৈরি করা ব্যাংক নোটটি অবশ্য পুরো ইতালিতে চলবে না । শুধুমাত্র ঐ নির্দিষ্ট শহরটিতেই পণ্য কেনা-বেচার ক্ষেত্রে ব্যবহার করা হবে ।
ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং অস্ট্রিয়ার কিংবদন্তি যোসেফ বিকানকে পিছনে ফেলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন CR7 নামে ক্যাত পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো । ৩ ফেব্রুয়ারি ২০২১ কোপা ইতালিয়ানোর সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে মোট ৭৬৩টি গোলের রেকর্ড গড়েন তিনি । ক্লাব ও আন্তর্জাতিক ক্যরিয়ারে পেলে ও বিকানের গোলসংখ্যা ছিল ৭৬২টি করে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by mun

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]