Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6656
১.ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?
-বিশেষভাবে বিশ্লেষণ ।
২.নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
-আলপিন
৩.শব্দের মূলকে কী বলে?
-প্রকৃতি
৪.বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
-৩৯টি।
৫.সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?
-ক্রিয়া ও সর্বনাম পদে
৬.মনমাঝি কোন সমাসের উদাহরণ?
-রূপক কর্মধারয়
৭.আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?
-অনল
৮.কোন বানানটি শুদ্ধ?
-ইতঃপূ্র্বে।
৯.দুর্গতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-দুঃ+গতি
১০.বিলাপ এর বিপরীত শব্দ কোনটি?
-হাস্য
১১.উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দভান্ডারকে কত ভাগে ভাগ করা যায়?
-৫ ভাগে।
১২.তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্যের উদাহরণ?
-যৌগিক
১৩.দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-দুল+অনা
১৪.কারক কয় প্রকার?
-৬ প্রকার
১৫.বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
-চর্যাপদ
১৬.বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে?
-ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৭.বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
-মাইকেল মধুসুদন দত্ত
১৮.বনফুল কোন লেখকের নাম?
-বলাইচাঁদ মুখোপাধ্যায়
১৯.মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
-চন্ডীমঙ্গল
২০.নিচের কোনটি জীবনান্দ দাশের রচনা?
-ঝরা পালক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    354 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]