Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#6784
১.আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২.স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
-মেহেরপুরের বৈদ্যনাথ তলা
৩.বাংলাদেশের কোন দুই স্থপতি সম্প্রতি আগাখান পুরস্কারে ভূষিত হয়েছেন?
-মেরিনা তাবাসসুম ও কাশেফ চৌধুরী
৪.ভাষা আন্দোলনের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
-নূরুল আমিন
৫.এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৬.২০১৬ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে?
-সঙ্গীতশিল্পী বব ডিলান
৭.সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় কোন দেশ?
-গ্রেট ব্রিটেন
৮.জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
- এন্তোনিও গুতেরেস
৯.কোন তারিখ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
-৫ জুন
১০.ফকির-সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল কোনটি?
-১৭৬০-১৮০০
১১.রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান কোথায়?
-মিয়ানমারের রাখাইন।
১২.মৌর্য শাসনামলে মৌর্য শাসক চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিলেন কে?
-চাণক্য
১৩.উইগুর কি?
-চীনের একটি মুসলিম সম্প্রদায়ের নাম
১৪.আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
-হার্ভার্ড
১৫.মরণোত্তর স্বাধীনতা পদক গেয়েছেন কে?
-তাজউদ্দিন আহমেদ।
১৬.কালাপানি হলো –
-ভারত ও নেপালের মধ্যে অবস্থিত অমীমাংসিত ভূখন্ড
১৭.ওরা আমার মুখের ভাষা কাউড়া নিতে চায় গানের রচয়িতা ও সুরকার কে?
-আব্দুল লতিফ
১৮.বুদ্ধির মুক্তি আন্দোলন কোথায় সংগঠিত হয়?
-ঢাকায়
১৯.এর মধ্যে কোন প্রকার গান কেবল বর্ষাকালে পরিবেশিত হয়?
-ঘাটু গান।
২০.কোনটি পিতৃতান্ত্রিক আদিবাসী সম্প্রদায়?
-মারমা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    56 Views
    by bdchakriDesk
    0 Replies 
    61 Views
    by bdchakriDesk
    0 Replies 
    227 Views
    by tamim
    0 Replies 
    457 Views
    by sajib
    0 Replies 
    878 Views
    by rajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]