Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6773
১.ভূমধ্যসাগরীয় ইউনিয়নের আহ্বায়ক কে?
-নিকোলাস সার্কোজি, ফ্রান্স।
২.এটি কবে গঠিত হয়?
-১৩ জুলাই ২০০৮ সালে।
৩.এর সদস্য দেশ কতগুলো ও কি কি?
-৪৩টি। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৮টি দেশে এবং
১.আলবেনিয়া
২.আলজেরিয়া
৩.বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
৪.মিশর
৫.ইসরাইল
৬.জর্ডান
৭.লেবানন
৮.মৌরিতানিয়া
৯.মোনাকো
১০.মন্টিনিগ্রো
১১.মরক্কো
১২.ফিলিস্তিন
১৩.সিরিয়া
১৪.তিউনিসিয়া
১৫.তুরস্ক
৪.ভূমধ্যসাগরীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়?
-বার্সেলোনা, স্পেন।

ইউরো মুদ্রা
১.ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম কী?
-ইউরো
২.ইউরো মুদ্রার জনক কে?
-রবার্ট মুন্ডেল
৩.ইউরো মুদ্রা কবে থেকে চালু হয়?
-১ জানুয়ারি ১৯৯৯।
৪.ইউরো চুক্তির আওতায় কোন দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?
-নেদারল্যান্ডস।
৫.ইউরো ভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু হয়েছে?
-১৯টি দেশে।

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]