Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6716
১.বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় কবে?
-১৬ ডিসেম্বর ১৯৩৯ সালে।
২.বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-আগারগাঁও, ঢাকা।
৩.রেডিও বাংলাদেশের নাম কখন বাংলাদেশ বেতার করা হয়?
-১৯৯৬ সালে
৪.বাংলাদেশ বেতারকেন্দ্রে প্রচারিত প্রথম নাটক কোনটি?
-বুদ্ধদেব বসুর কাঠ ঠোকরা।
৫.বাংলাদেশের শ্রোতাদের জন্য বাংলাদেশ বেতার কোন ভাষায় অনুষ্ঠান প্রচার করে?
-বাংলা ও ইংরেজি।
৬.বাংলাদেশ বেতারের বহির্বিশ্বে কার্যক্রম থেকে কোন ভাষায় অনুষ্ঠান প্রচার করে?
-১.বাংলা
২.ইংরেজি
৩.উর্দ্দু
৪.হিন্দি
৫.আরবি ও
৬.নেপালি ভাষায়
৭.বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি?
-১২টি।
৮.বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলো কী কী?
-১.চট্টগ্রাম
২.খুলনা
৩.সিলেট
৪.রাজশাহী (ফ্রিকোয়েন্সি ৮৪৬)
৫.রাজশাহী (ফ্রিকোয়েন্সি ১০৮০)
৬.বরিশাল
৭.রংপুর
৮.ঠাকুরগাঁও
৯.কক্সবাজার
১০.রাঙামাটি
১১.কুমিল্লা এবং
১২.বান্দরবান
৯.দেশের ১২ তম আঞ্চলিক বেতার কেন্দ্র কোনটি?
-কুমিল্লা
১০.বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেলের নাম কী?
-রেডিও মেট্রোওয়েভ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    305 Views
    by raihan
    0 Replies 
    897 Views
    by sajib
    0 Replies 
    1241 Views
    by rajib
    0 Replies 
    397 Views
    by shohag
    0 Replies 
    628 Views
    by tamim

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]