Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6525
১.মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গণকে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
-১১ টি।
২.বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম সেতুটি কোন নদীর উপর নির্মিত হচ্ছে?
-পদ্মা
৩.দিনাজপুরের বড় পুকুরিয়ায় কোন খনিজ সম্পদ রয়েছে?
-কয়লা
৪.বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
-১৯৭৩ সালে
৫.উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
-নাটোর
৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ৬ দফা ঘোষণা করেন?
-১৯৬৬
৭.বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে?
-মোহাম্মদ আশরাফুল
৮.বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
৯.বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
-ইন্দিরা গান্ধী
১০.পিরামিড কোন দেশে অবস্থিত?
-মিশর
১১.জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট কয়টি?
-৫
১২.প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল?
-১৯১৪
১৩.স্ট্যাচু অব লিবার্টি কোন শহরে অবস্থিত?
-নিউইয়র্ক
১৪.মোনালিসা চিত্রকর্মটি কে এঁকেছিলেন?
-লিওনার্দো দ্য ভিঞ্চি
১৫.বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?
-বীরশ্রেষ্ঠ
১৬.বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-১০: ৬
১৭.স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮.বিশ্ববিখ্যাত দ্য লুভ্যর মিউজিয়ামটি কোথায় অবস্থিত?
-প্যারিস।
১৯.দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত?
-লালমনিরহাট
২০.রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
-হেনরি ডুনান্ট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1476 Views
    by sajib
    0 Replies 
    1044 Views
    by kajol
    0 Replies 
    1094 Views
    by tamim
    0 Replies 
    912 Views
    by raja
    0 Replies 
    1628 Views
    by rajib

    বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর, কোটবাড়ি,[…]

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যাল[…]

    অহিট ফাউন্ডেশন পরিচালিত কনষ্টাকশন কাজে ডিপ্লোমা ইঞ[…]

    উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে আগামী ২৪[…]