Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6543
১.বাচ্চা ফুটানোর জন্য ডিম সাধারণত কি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়?
-৫০-৬০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ।
২.মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কত দিনে?
-২১ দিনে
৩.হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হয় কত দিনে?
-২৮ দিনে।
৪.ইনকিউবেটরে কতটুকু আর্দ্রতা বজায় রাখতে হয়?
-৬০-৭০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখা হয়।
৫.হোয়াইট লেগহর্ন কোন অঞ্চলের মুরগি?
-ভূ-মধ্যসাগরীয় অঞ্চল।
৬.মুরগীর আদি জন্মভূমি কোথায়?
-জাভা, সুমাত্রা, মালয় ও ভারতবর্ষ।
৭.বাণিজ্যিক ব্রয়লার কি?
-অধিক মাংসের জন্য সৃষ্ট জাতকে বাণিজ্যিক ব্রয়লার বলে।
৮.ফাইওমি কোন দেশের মুরগি?
-মিশরীয়
৯.গরু ও মহিষের গর্ভকাল কতদিন?
-২৮০ দিন
১০.গরু ও মহিষের প্রসবের কতদিন পূর্বে দুধ দোহন বন্ধ করতে হয়?
-৬০ দিন।
১১.বাছুরের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
-১০১.৩ -১০৫ ডিগ্রি ফারেনহাইট ।
১২.পশুর ক্ষুরা রোগ কোন জীবাণু দ্বারা সংঘটিত হয়?
-ভাইরাস
১৩.ক্ষুরা রোগের প্রধান লক্ষণ কী?
-মুখে ও ক্ষুরায় ঘা হওয়া।
১৪.গো-বসন্ত রোগের কারণ কী?
-গো-বসন্ত রোগের কারণ এক ধরনের ভাইরাস।
১৫.পশুর রোগ কিভাবে নির্নয় করা যায়?
-শ্বাস-প্রশ্বাসের হার নির্নয় করে।
১৬.প্রতি মিনিটে গরু-মহিষের স্বাভাবিক জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায়?
-সাধারণত ৭-১০ দিন পর।
১৭.বাণিজ্যিক লেয়ার কী?
-অধিক ডিমের জন্য সৃষ্ট জাতকে বাণিজ্যিকে লেয়ার বলে।
১৮.ব্রয়লার মুরগি কত দিনে পূর্ণ ওজন প্রাপ্ত হয়?
-৭-৮ সপ্তাহে।
১৯.ব্রয়লার মুরগি পালনের উপযুক্ত আর্দ্রতা ও তাপমাত্রা কত?
-আর্দ্রতা ৬০-৭০% এবং তাপমাত্রা ১৫-২৫ ডিগ্রি সে.।
২০.ব্রুডার ঘর কি?
-যে ঘরে ব্রুডার রাখা হয় তাকে ব্রুডার ঘর বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1250 Views
    by sajib
    0 Replies 
    879 Views
    by kajol
    0 Replies 
    1469 Views
    by rajib
    0 Replies 
    569 Views
    by shihab
    0 Replies 
    901 Views
    by tamim

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]