Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6540
১.ইন্টারপোল কী?
-আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
২.ইন্টারপোল নামকরণ করা হয়েছে কীভাবে?
-Interpol নামকরণ করা হয়েছে International এর Inter এবং police এর pol নিয়ে।
৩.ইন্টারপোল পরিচালিত হয় কোন কমিটির মাধ্যমে?
-জেনারেল অ্যাসেম্বলি নামকটি একটি কমিটির মাধ্যমে।
৪.ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯২৩ সালে।
৫.ইন্টারপোলের অফিসিয়াল ভাষা কয়টি ও কি কি?
-চারটি। যথা:
১.ইংরেজি
২.ফারসি
৩.স্প্যানিশ ও
৪.আরবি
৬.ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়?
-লিওঁ, ফ্রান্স।
৭.ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
-ভিয়েনা (অস্ট্রিয়া) ।
৮.ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় কবে?
-১৯৪৬ সালে।
৯.ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে স্থানান্তর করা হয় কবে?
-১৯৮৯ সালে।
১০.ইন্টারপোলের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কত ছিল?
-৫০টি।
১১.ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৪টি।
১২.ইন্টারপোলের ১৯৪ তম সদস্য দেশ কোনটি?
-ভানুয়াতু।
১৩.বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে কবে?
-১৪ অক্টোবর ১৯৭৬ সালে।
১৪.ইউরোপোল কি?
-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশ সংস্থা।
১৫.ইউরোপোল প্রতিষ্ঠিত হয় কবে?
-১ জুলাই ১৯৯৯।
১৬.ইউরোপোল এর সদর দপ্তর কোথায়?
-দ্য হেগ, নেদারল্যান্ডস
১৭.ইউরোপিয়ান পুলিশ কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
-২০০১ সালে।
১৮.ইউরোপিয়ান পুলিশ কলেজ কোথায় অবস্থিত?
-ব্রামসহিল, ব্রিটেন।
১৯.কবে ইউরোপোল সৃষ্টি হয়?
-৭ ফেব্রুয়ারি ১৯৯২।
২০.কোন চুক্তির মাধ্যমে ইউরোপোল সৃষ্টি হয়?
-ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]