Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6493
১.কোন দেশের পতাকা কখনও অর্ধনমিত হয় না?
-সৌদি আরব ও ইরান
২.কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
-থাইল্যান্ড
৩.ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে?
-চীন-ভারত
৪.কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল কতদিন?
-১৮ দিনব্যাপী।
৫.জাতিসংঘ আন্তর্জাতিক আদালতে বিচারক কত জন?
-১৫ জন
৬.আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
-প্রশান্ত মহাসাগর
৭.মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
-৪ বছর
৮.নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মুসলিম মহিলা কে?
-শিরিন এবাদি
৯.সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত?
-মার্কিণ যুক্তরাষ্ট্রে
১০.মালদ্বীপের মুদ্রার নাম কী?
-রূপিয়া
১১.মেমোগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ কোনটি?
-পাকিস্তান
১২.আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় কত সালে?
-১৯৯১ সালে।
১৩.কোন চুক্তির আওতায় আইএলও প্রতিষ্ঠিত হয়?
-ভার্সাই
১৪.ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৪৫ সালে
১৫.ইতিহাসের জনক কে?
-হেরোডোটাস
১৬.এফবিআই একটি কী?
-মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
১৭.ইউরোপের ক্রীড়াঙ্গণ বলা হয় কোন দেশটিকে?
-সুইজারল্যান্ড
১৮.আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত?
-ইস্তানবুল, তুরস্ক।
১৯.আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
-নাইজেরিয়া
২০.মিয়ানমারের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে কত সালে?
-১৯৮২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    395 Views
    by raja
    0 Replies 
    23250 Views
    by shanta
    0 Replies 
    495 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by rafique
    0 Replies 
    200 Views
    by shahan

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]