Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6434
১.বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী?
-৩০৫৩ দিন
২.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
-৮.৩২ মিনিট
৩.দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
-হাড়িয়াভাঙ্গা
৪.যশোর রোড ভাস্কর্যটির শিল্পী কে?
-রাশা
৫.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের মধ্যে পড়েছে?
-৬০
৬.আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ছিল?
-৩৫
৭.চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
-১৯০৭
৮.বাংলাদেশের সর্বপ্রথম মহিলা মেজর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
-সুসানে গীতি
৯.আইএমও এর সদর দপ্তর কোথায়?
-লন্ডন
১০.বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্ত:সীমান্ত নদী কতটি?
-৫৭
১১.ইন্টারনেটের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্ত:সীমান্ত নদী কতটি?
-৫৭
১২.বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক –
-ডব্লিউ এস ওডারল্যান্ড
১৩.২০১৮ সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে?
-সাহিত্য
১৪.বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কোনটি?
-ভষা
১৫.পদ্মার অপর নাম কী?
-কীর্তিনাশা
১৬.ঘুমধুম সীমান্ত কোথায় অবস্থিত?
-বান্দরবান
১৭.কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় আত্মীকৃত?
-জার্মান
১৮.গোপালগঞ্জ জেলায় কোন কবির জন্ম?
-সুকান্ত ভট্টাচার্য।
১৯.২০১৮ ফিফা বর্ষসেরা ফুটবলার কে?
-লুকা মদরিচ
২০.বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
-১,৯০৯ মার্কিন ডলার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    720 Views
    by sajib
    0 Replies 
    512 Views
    by kajol
    0 Replies 
    488 Views
    by tamim
    0 Replies 
    1118 Views
    by rajib
    0 Replies 
    340 Views
    by shohag

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]