Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6463
১.বাংলাদেশে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-বুলবুল
২.মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টন সিতারা বেগম কোন খেতাবে ভূষিত হন?
-বীরপ্রতীক।
৩.দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা কে?
-আবদুল লতিফ
৪.বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে –
-পরিকল্পনা মন্ত্রণালয়
৫.বাংলাদেশে প্রচলিত প্রাইজবন্ডের ইউনিট মূল্য কত?
-১০০ টাকা
৬.ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১২০
৭.বাংলাদেশের পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে কত সালে?
-২০২১
৮.রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?
-সার্বভৌমত্ব
৯.সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত?
-রাঙামাটি
১০.নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
-যুক্তরাষ্ট্র
১১.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
-সেবা খাত
১২.ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী?
-ইউরো
১৩.২০২৩ সালের আইসিসি বিশ্ব অনুষ্ঠিত হবে কোন দেশে –
-ভারত
১৪.বাংলায় ফকির আন্দোলনের নেতা ছিলেন কে?
-মজনু শাহ
১৫.২০১৯ সালের অস্কার বিজয়ী চলচিত্র কোনটি?
-গ্রিন বুক
১৬.নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
-ট্যারিফ কমিশন
১৭.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
-রাজশাহী
১৮.ওয়ানগালা উৎসব কোন নৃ-গোষ্ঠী পালন করে?
-গারো
১৯.আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় কোন দেশ?
-ইয়েমেন।
২০.কোনটির স্থপতি লুই আই কান –
-জাতীয় সংসদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1032 Views
    by mousumi
    0 Replies 
    16243 Views
    by tasnima
    0 Replies 
    472 Views
    by tamim
    0 Replies 
    700 Views
    by sajib
    0 Replies 
    1105 Views
    by rajib

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]