Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6284
১.কোন দেশ বাংলাদেশকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করবে?
-রাশিয়া
২.জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
-৫
৩.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-১০:৬
৪.বিশ্ব শিক্ষক দিবস কবে?
-৫ অক্টোবর ।
৫.বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
-ভোলা।
৬.পোশাক রপ্তানিতে বাংলাদেশ –
-দ্বিতীয়
৭.শেখ মুজিব আমার পিতা বইটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
-১৯৯৯ সালে।
৮.জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?
-৬টি ।
৯.সম্প্রতি কোথায় স্বাধীনতার জন্য গণভোট অনুষ্ঠিত হয়?
-কাতালোনিয়া
১০.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
-টিম বার্নাস লি
১১.বিশ্বের প্রথম বার্ডফ্লর অস্তিত্ব পাওয়া যায় কোথায়?
-হংকং।
১২.অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
-এ কে ফজলুল হক
১৩.দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম।
১৪.এমডিজি এর লক্ষ্য কী?
-ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করা
১৫.পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় কবে?
-১৯৯৭।
১৬.আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কবে?
-৯ ডিসেম্বর।
১৭.ম্যানগ্রোভ কোন ধরনের বন?
-উপকূলীয়।
১৮.জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
-কুড়িল দ্বীপপুঞ্জ।
১৯.বাংলাদেশের সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল রয়েছে?
-জাপান।
২০.পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
-ভারতে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    715 Views
    by sajib
    0 Replies 
    509 Views
    by kajol
    0 Replies 
    486 Views
    by tamim
    0 Replies 
    1115 Views
    by rajib
    0 Replies 
    339 Views
    by shohag

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]