Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6171
১.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নির্মিত চলচিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক কে ছিলেন?
-আলমগীর কবির
২.জাতিসংঘের কোন অঙ্গসংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে?
-অছি পরিষদ
৩.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
-১১ মে ২০১৮।
৪.ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট ডিগ্রী প্রদান করে –
-১৯৭৪ সালে
৫.২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হলো –
-৫,২৩,১৯০ কোটি টাকা
৬.কোনটি নারীর বিরূদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত?
-সিডো
৭.বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
-মহেশখালী
৮.সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা স্বর্ণ জিতেছেন?
-এশিয়া কাপ আর্চারি
৯.বাংলাদেশের প্রথম নারী মেয়র কে?
-সেলিনা হায়াত আইভি
১০.কোন ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়?
-প্রত্যর্পণ বিল
১১.নিচের কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে?
-৯৯৯
১২.মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহয়তা করছে?
-জাপান
১৩.পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কী?
-জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
১৪.১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন?
-লর্ড কার্জন।
১৫.বাংলাদেশে সামরিক ঘাটি কোথায় নির্মিত হচ্ছে?
-কক্সবাজার।
১৬.নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
-আর্জেন্টিনা।
১৭.নিচের কোনটি স্প্রেডশিটের একটি ফাংশন?
-আয় এবং ব্যয় বিশ্লেষণ
১৮.ইন্তিফাদা কী?
-ইসরায়েলী দখলদারিত্বের বিরূদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ
১৯.আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
-ইউরোপ।
২০.ঢাকা কেন মেগাসিটি?
-অত্যধিক দালান-কোঠার জন্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]