Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6258
১.অক্টোবর বিপ্লব সংঘটিত হয় কোথায়?
-রাশিয়ায়।
২.যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত হয় কত সালে?
-১৮৬৩ সালে।
৩.ম্যাকমোহন লাইন সীমানা নির্ধারণ করে –
-চীন ও ভারতের।
৪.শ্রীলংকার মুদ্রার নাম কী?
-রুপি।
৫.বান্দা আচেহ কোথায় অবস্থিত?
-মালয়েশিয়া।
৬.হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
-ভিয়েতনাম।
৭.মিসর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি?
-লোহিত সাগর।
৮.বিশ্বের বৃহত্তম সংবিধান কোনটি?
-ভারতের।
৯.ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯৪৮ সালে।
১০.সাত পাহাড়ের দেশ বলা হয় কাকে?
-রোম, ইতালি।
১১.ইউরোপের লৌহমানবি হিসেবে পরিচিত কে?
-মার্গারেট থ্যাচার।
১২.দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কী?
-জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব ।
১৩.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
১৪.আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
-৩ বছর।
১৫.সেন্ট হেলেনা দ্বীপটি কোথায় অবস্থিত?
-আটলান্টিক মহাসাগর।
১৬.আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কত?
-১৬০০-১৮০০ সাল।
১৭.বিশ্বে প্রথম নারী মহাকাশচারী কে?
-ভ্যালেন্তিনা তেরেস্কোভা
১৮.ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে?
-ফিলিপাইন থেকে।
১৯.সর্বাধিক ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি।
২০.আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
-নাইজেরিয়া।
    Similar Topics

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]