Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6253
১.প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু বার অভিশংসিত হন কে?
-ডোনাল্ট ট্রাম্প।
২.ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন কবে?
-১৩ জানুয়ারি ২০২১ ।
৩.২০ জানুয়ারি ২০২১ জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
-৪৬ তম।
৪.যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?
-কমলা হ্যারিস।
৫.৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে কোন দেশের?
-ভানুয়াতু।
৬.১২ ফেব্রুয়ারি ২০২১ এলডিসি থেকে উত্তরণ ঘটবে কোন দেশের?
-অ্যাঙ্গোলা
৭.১২ ফেব্রুয়ারি ২০২১ এলডিসি ভুক্ত দেশের সংখ্যা হবে কতটি?
-৪৫টি।
৮.অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব কে?
-জুলি ভেরার।
৯.জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব কে?
-ইসাবেলা ডুরান্ড।
১০.পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় কবে?
-২২ জানুয়ারি ২০২১।
১১.জিডিপি এর ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র
১২.জিডিপি ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?
-টুভ্যালু
১৩.জিডিপি এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?
-৪১ তম
১৪.জিডিপি এর ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র
১৫.জিডিপি এর ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
-ভুটান।
১৬.জিডিপি ২০২১ সালের সামরিক শক্তি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
-৪৫ তম।
১৭.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি?
-৮৫টি।
১৮.আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
-৯৪টি।
১৯.বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয় কবে?
-২৭ জানুয়ারি ২০২১।
২০.বাংলাদেশে এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয় করেছে?
-২৬টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    200 Views
    by shahan
    0 Replies 
    772 Views
    by masum
    0 Replies 
    3506 Views
    by apple
    0 Replies 
    303 Views
    by bdchakriDesk
    0 Replies 
    617 Views
    by bdchakriDesk

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]