Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#6174
১.সূর্য এর প্রতিশব্দ কোনটি?
-আদিত্য
২.নয়ন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-নী+অন
৩.ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি?
-ঐচ্ছিক
৪.বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?
-৫০ টি।
৫.ষ ধ্বনির পরিচয় কোনটি?
-উষ্ম।
৬.কোন বানানটি শুদ্ধ?
-পাষাণ
৭.কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
-একত্রিত।
৮.বাংলার মাটি বাংলার জল-কাব্যগ্রন্থটি কার রচনা?
-নির্মলেন্দু গুণ
৯.গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
-শবদাহ
১০.সব মানুষেরাই মরণশীল। এ বাক্যে কোন অপপ্রয়োগ ঘটেছে?
-বহুবচনজনিত ।
১১.ইতিমধ্যে শব্দটি কোন কারণে অশুদ্ধ?
-শব্দ গঠনজনিত।
১২.বিদেহী শব্দের সঠিক প্রয়োগ কোনটি?
-বিদেহ।
১৩.বেটাইম শব্দটি গঠিত হয়েছে –
-ফারসি ও ইংরেজি শব্দযোগে।
১৪.ধূম্র শব্দটি কী শব্দ?
-তৎসম শব্দ।
১৫.অর্থগত দিক দিয়ে শব্দ কত প্রকার?
-৩ প্রকার।
১৬.দাম, কেন্দ্র কোন ভাষার শব্দ?
-গ্রিক।
১৭.যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম। কোন ধরনের বাক্য?
-মিশ্র বা জটিল।
১৮.বাক্যের তিনটি গুন কী কী?
-আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
১৯.ভাষার মূল উপকরণ কী?
-বাক্য।
২০.উৎকর্ষ এর বিপরীত শব্দ কী?
-অপকর্ষ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    477 Views
    by afsara
    0 Replies 
    13655 Views
    by masum
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]