Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#5921
১.বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে-আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুণ হবে?
-১০
সমাধান:
নির্নেয় বছর= যতগুন-১/হার x১০০
=২-১/১০ x১০০
=১০ বছর
২.শতকরা বার্ষিক হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
-১২%
সমাধান:
ধরি, আসল P টাকা
সুতরাং সুদাসল ৪p টাকা
সুদ= (৪P-P) টাকা
=৩P টাকা
সুদের হার= সুদ x১০০/আসল xসময়%
=৩Px১০০/Px২৫%
=১২%
৩.৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার?
-৫%
সমাধান:
সুদের হার r=সুদx১০০/আসলxসময়
=১৮০x + ১০০/৬০০x৬%
=৫%
৪.শতকরা বার্ষিক ১৫% সুদে ৮,০০০ টাকার ৬ মাসের সুদ কত?
-৬০০ টাকা
সমাধান:
I=pnr
=৮০০০x৬/১২x১৫/১০০
=৬০০
৫.২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
-৩ টাকা
সমাধান:
২% হার সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ= ২ টাকা
১০০ টাকার ৩ বছরের সুদ= (৩x২)
=৬ টাকা
আবার,
৩% হার সুদে,
১০০ টাকার ১ বছরের সুদ = ৩ টাকা
১০০ টাকার ৩ বছরের সুদ = (৩x৩) টাকা
=৯ টাকা
সুতরাং পার্থক্য= (৯-৬) টাকা
=৩ টাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    260 Views
    by rafique
    0 Replies 
    1031 Views
    by sajib
    0 Replies 
    716 Views
    by kajol
    0 Replies 
    748 Views
    by tamim
    0 Replies 
    1332 Views
    by rajib

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]