Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#6044
১.সাত ঘাটের কানাকড়ি প্রবাদ প্রবচনটির অর্থ কী?
-অকিঞ্চিৎকর সংগ্রহ।
২.অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে-পঙক্তিটির স্রষ্টা কে?
-সুধীন্দ্রনাথ দত্ত।
৩.সন্ধির প্রধান সুবিধা কী?
-উচ্চারণের সুবিধা।
৪.কুইনাইন কোন ভাষার শব্দ?
-পেরু।
৫.মেঘ এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি?
-পাদপ।
৬.আকুঞ্চন এর বিপরীত শব্দ কোনটি?
-প্রসারণ
৭.সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক শব্দে প্রকাশ করা হয় কোন শব্দে?
-অসমীক্ষিত।
৮.লৌকিক ছন্দ কাকে বলে?
-স্বরবৃত্তকে।
৯.কবিতা পত্রিকার সম্পাদক কে?
-বুদ্ধদেব বসু।
১০.শুদ্ধ বানান নয় কোনটি?
-কৌতুহল।
১১.নিত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি?
-জমিদার।
১২.রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি?
-চন্ডালিকা।
১৩.বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য?
-সরল বাক্য।
১৪.রোহিণী কোন উপন্যাসের নায়িকা?
-কৃষ্ণকান্তের উইল ।
১৫.স্বভাবতই ‘ষ’ হয়েছে নিচের কোন শব্দে?
-আষাঢ়।
১৬.নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
-গায়ক।
১৭.নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?
-লাল> নাল।
১৮.বাবাকে বড্ড ভয় পাই। কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে দ্বিতীয়া
১৯.গ্রাহ্য শব্দের সঠিক উচ্চারণগত বানান কী?
-গ্রাজঝো
২০.বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
-২৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by tasnima
    0 Replies 
    239 Views
    by tamim
    0 Replies 
    224 Views
    by mousumi
    0 Replies 
    280 Views
    by shihab
    0 Replies 
    970 Views
    by mousumi

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]