Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5982
১.দুটি মহাদেশের অন্তর্ভুক্ত শহর কী?
-ইস্তানবুল।
২.ডুরাল্ড লাইন হলো –
-পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
৩.বাংলাদেশের প্রাচীতম নগর কেন্দ্র কোনটি?
-মহাস্থানগড়।
৪.বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
-সুন্দরবন।
৫.ময়নামতির পূর্ব নাম কি ছিল?
-রোহিতগিরি।
৬.এশিয়া মহাদেশের বৃহত্তম উপ-দ্বীপ কোনটি?
-আরব উপদ্বীপ।
৭.গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের?
-ডেনমার্ক।
৮.নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত কোথায়?
-যুক্তরাষ্ট্র-কানাডা।
৯.গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
-এশিয়া।
১০.কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
-পারস্য উপসাগর।
১১.বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
-৭১১ কিলোমিটার।
১২.জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
-সিলেট।
১৩.গড়াই কোন নদীর শাখানদী?
-পদ্মা।
১৪.স্পারসো কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৮০ সালে।
১৫.জোয়ার-ভাটা হয়ে থাকে কীসের প্রভাবে?
-আহ্নিক গতি।
১৬.বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে?
-রাঙামাটি।
১৭.হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত?
-নেপাল ও চীনে।
১৮.গোলান মালভূমি কোন দুই দেশের সংঘাতের কারণ?
-সিরিয়া ও ইসরাইল।
১৯.বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
-ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
২০.বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়?
-২০ ভাগ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    313 Views
    by rafique
    0 Replies 
    1279 Views
    by sajib
    0 Replies 
    906 Views
    by kajol
    0 Replies 
    941 Views
    by tamim
    0 Replies 
    1486 Views
    by rajib

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]